রাতেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন ইমরুল
আজ শনিবার রাতে সরাসরি কলম্বো পৌঁছাবেন বাংলাদেশ দলের অন্যতম সেরা ওপেনার ইমরুল কায়েস। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। শততম টেস্ট খেলার জন্য তাকে উড়িয়ে আনা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময় বেলা ২টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন ইমরুল। চা-বিরতির আগেই খেলা শেষ হয়ে যাওয়ায় আজ বিকেলেই কলম্বোর উদ্দেশে রওনা হয় বাংলাদেশ দল। সেখানে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন ইমরুল।
এর আগে নিউজিল্যান্ড সিরিজে গিয়ে চোটে পড়েন ইমরুল। তবে সে চোট সেরে হায়দরাবাদ টেস্ট খেলতে ভারতও গিয়েছিলেন। কিন্তু প্রস্তুতি ম্যাচে ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলতে গিয়ে ফের ইনজুরিতে পড়েন। তাই দেশের বিমান ধরতে হয়েছিল তাকে।
এরপর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দুর্দান্ত এক সেঞ্চুরি করে নিজের ফিটনেস ফিরে পাওয়ার প্রমাণ দেন ইমরুল। এরপরই প্রধান নির্বাচকের প্রতিশ্রুতি অনুযায়ী শততম টেস্টে খেলার সুযোগ পান এ ওপেনার।
আরটি/এনইউ/জেআইএম