ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৩ রানে ৫ উইকেট রশিদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৪:২১ এএম, ১১ মার্চ ২০১৭

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ২ ওভার বল করে মাত্র ৩ রানে তুলে নেন ৫ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এত কম বল করে ৫ উইকেট নেই আর কারও। তবে সমান রানে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে কেবল রঙ্গনা হেরাথের।

গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৪ রান তোলে আফগানিস্তান। মাত্র ৫৮ বলে ৭ চার ও ৫ ছয়ে ৯০ রান করেন নাজিব তারাকাই। আর ১৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৪ রান করেন মোহাম্মদ নবী।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে আয়ারল্যান্ড। ৬ ওভারে তুলে নেয় ৬৪ রান। এরপর বৃষ্টি নামলে আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ১১ ওভারে ১১১। রশিদের দুর্দান্ত বোলিংয়ে ১১ ওভারে ৯ উইকেটে ৯৩ রান করে তারা। নিজের প্রথম ওভারেই রশিদ নেন দুই উইকেট। পরের ওভারে তিনটি।

ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১৭ রানের এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে আফগানিস্তান। টানা টি-টোয়েন্টি জয়ে বিশ্ব রেকর্ড বাড়িয়ে নিয়েছে দশ ম্যাচে।

এমআর/এমএস

আরও পড়ুন