ওয়ার্নারকে টপকে শীর্ষে ডি ভিলিয়ার্স
অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারকে টপকে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। আর ২০১০ সালের পর থেকে এ নিয়ে দশমবারের মতো শীর্ষে উঠলেন তিনি।
চোট থেকে ফিরে নিউজিল্যান্ডের মাটিতে দুর্দান্ত পারফরমেন্স করেন ডি ভিলিয়ার্স। তিন ম্যাচ সিরিজে ৮৭.৩৩ গড়ে তার ব্যাট থেকে আসে ২৬২ রান। এর আগে শ্রীলঙ্কা সিরিজে ৫৭ গড়ে ১৭১ রান। এবার সেই ধারাবাহিকতারই পুরস্কার পেল র্যাংকিংয়ে।
ওয়ার্নার নেমেছেন দুইয়ে, নিজের জায়গা ধরে রেখে তিনে অবস্থান করছেন বিরাট কোহলি। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করে চার ধাপ এগিয়ে চারে উঠেছেন জো রুট।
এদিকে র্যাংকিংয়ে বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন মুশফিকুর রহিম। ৬৪৮ রেটিং নিয়ে ১৯তম স্থানে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশি। আর ৬১৯ পয়েন্ট নিয়ে ২৩তম অবস্থানে তামিম। আর ৫৮৮ পয়েন্ট নিয়ে সৌম্য ৩০ ও ৫৮৭ পয়েন্টে সাকিব ৩১তম।
এমআর/এমএস