খুব সহজে মুক্তি পাচ্ছেন না আন্দ্রে রাসেল
চলতি বছরের জানুয়ারিতে এক বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন আন্দ্রে রাসেল। টানা তিনটি ডোপ টেস্টে না থাকায় তাকে নিষিদ্ধ করে জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন (জাডকো)। ২০১৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা ছিল।
তবে খুব সহজে মুক্তি পাচ্ছেন না রাসেল। তার নিষেধাজ্ঞা আরও বাড়লো। এক বছর নয়, রাসেলকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন। তাই ক্যারিবিয় এই অলরাউন্ডারের নিষেধাজ্ঞা শেষ হবে ২০১৯ সালের ৩০ জানুয়ারি।
এদিকে জাডকোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন আন্দ্রে রাসেল। ক্রিকেটের জনপ্রিয় অনলাইন ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে এমন তথ্যই নিশ্চিত করেছেন রাসেলের আইনজীবী।
প্রসঙ্গত, বছর দুয়েক আগে জ্যামাইকা অ্যান্টি-ডোপিং কমিশন রাসেলের বিরুদ্ধে অভিযোগ তোলে। ২০১৫ সালের ১ জানুয়ারি, ১ জুলাই ও ২৫ জুলাই পরীক্ষা দেয়ার তারিখ থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার একটিতেও উপস্থিত ছিলেন না।
এনইউ/জেআইএম