ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

উইলিয়ামসনের ব্যাটে জবাব দিচ্ছে নিউজিল্যান্ড

প্রকাশিত: ১০:০২ এএম, ০৯ মার্চ ২০১৭

প্রথম দিনটা দারুণ কাটে দক্ষিণ আফ্রিকার। ৪ উইকেটে ২২৯ রানে দিন শেষ করেছিল প্রোটিয়ারা। কিন্তু দ্বিতীয় দিনে এসে খেই হারিয়ে ফেলে। দ্রুত পতন ঘটে উইকেটের। এদিন তারা বাকি ছয় উইকেটে করতে পেরেছে ৭৯ রান। ডানেডিন টেস্টে ট্রেন্ট বোল্ট ও নেইল ওয়েগনারের তোপে ৩০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে জবাবটা ভালোই দিচ্ছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১৭৭ রান তুলেছে কিউইরা। দক্ষিণ আফ্রিকার চেয়ে ১৩১ রানে পিছিয়ে কেন উইলিয়ামসনের দল।

যদিও শুরুটা আশানুরূপ হয়নি কিউইদের। দলীয় ১৫ রানে ভেরনন ফিল্যান্ডারের শিকার হন টম লাথাম। ১০ রান নামের পাশে যোগ করতে পারেন তিনি। তবে অপর ওপেনার জিত রাভাল ফিফটি তুলে নেন। কেশব মহারাজের বলে ডিন এলগারের হাতে ক্যাচ দেয়ার আগে ৫২ রানের ইনিংস খেলেন কিউই এই ওপেনার।

কপাল মন্দ রস টেলরের। ব্যক্তিগত ৮ রানের মাথায় পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। হেনরি নিকোলস নামের প্রতি সুবিচার করতে পারেননি। ১২ রান করেই মহারাজের কাছে পরাস্ত হন নিকোলস। দিন শেষে ৯ রানে অপরাজিত জিতান প্যাটেল। ৭৮ রানে অপরাজিত আছেন কেন উইলিয়ামসন।

দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি উইকেট নেন কেশব মহারাজ। একটি উইকেট গেছে ভেরনন ফিল্যান্ডারের ঝুলিতে।

এনইউ/জেআইএম

আরও পড়ুন