৩১ বলে সেঞ্চুরি ডোয়াইন স্মিথের
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ঝড়। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এই ঝড় বইয়ে দিতে পারদর্শী। আরও একবার প্রমাণ করলেন ডোয়াইন স্মিথ। হংকং টি-টোয়েন্টি লিগে কুলুন ক্যান্টসের হয়ে ৩১ বলে সেঞ্চুরি করলেন সদ্য সাবেক ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের একটি।
কাইল কোয়েৎজারের ৫৭ বলে ৮৭ ও ক্রিস জর্ডানের ৭৫* রানে ভর করে ১৯৯ রান তোলে সিটি কাইটাস। জবাবে ব্যাট করতে নেমে ৬২ রানেই দুই উইকেট হারিয়ে ফেলে কুলুন ক্যান্টস।
এরপর তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ায় কুলুন। এই জুটিতে দলের স্কোরশিটে ১৪২ রান যোগ করেন মারলন স্যামুয়েলস ও ডোয়াইন স্মিথ। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই দুই ক্যারিবিয়ান।
৩৩ বলে ৭টি চার ও তিনটি ছক্কায় ৫৯ রান করেন স্যামুয়েলস। আর স্মিথ শেষ পর্যন্ত ১২১ রানে অপরাজিত থাকেন। তার ৪০ বলের ইনিংসটি সাজানো ৭টি চার ও ১৩টি ছক্কায়। কুলুন জয় পেয়েছে ৮ উইকেটে।
এনইউ/জেআইএম