ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

তামিমের আউট, বিশ্বাস হচ্ছে না হাথুরুর

প্রকাশিত: ০১:২৭ পিএম, ০৮ মার্চ ২০১৭

ব্যাটসম্যানরা আউট হবেন- এটা স্বাভাবিক; কিন্তু দায়িত্বশীল কোনো কোনো ব্যাটসম্যানের দায়িত্বজ্ঞানহীন আউটের ধরণ নিয়েই যত বিতর্ক। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট দলের অনেক সিনিয়র একজন ক্রিকেটার। গলে আজ তার দায়িত্বজ্ঞানহীন আউট নিয়েই এখন যত বিতর্ক। সবাই বিস্মিত, তামিম এভাবে আউট হলেন! এতটা বোকা বনে গেলেন তিনি!

তামিমের আউট হওয়ার ধরন দেখে বিস্মিত হয়ে গেছেন স্বয়ং বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তামিমকে আউট হতে দেখে তিনি বিস্ময়ে বিমুঢ়। বিশ্বাস করতে পারছিলেন না, তার দলের অন্যতম সেরা এবং সিনিয়র ব্যাটসম্যান এভাবে আউট হয়ে গেলেন!

Babuদিন শেষে সংবাদ সম্মেলনে এলেন চন্ডিকা হাথুরসিংহেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠলো সংবাদ সম্মেলনে। সেখানেই তামিমের আউট সম্পর্কে কিছু বলতে বলা হলো হাথুরুসিংহকে। চোখ কপালে তুলে তিনি বললেন, ‘আমি তো বিশ্বাসই করতে পারছি না এভাবে কেউ আউট হতে পারে।’

তামিম-সৌম্যর জুটি দেখে আশাবাদীও হয়ে উঠেছিলেন হাথুরু। তিনি বলছিলেন, ‘কী দারুণ খেলছিল তামিম আর সৌম্য। মনে একটা অন্যরকম আশা জন্মেছিল যে, অনেকদুর যাবে তারা। হঠাৎ দেখি, লেগ স্ট্যাম্পের বাইরের বল মিস করে উইকেট থেকে বেরিয়ে আসলো তামিম। কেন এই বেরিয়ে আসা? এর কোনো ক্রিকেটীয় ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না।’

তবুও একটা কারণ দাঁড় করালেন কোচ। তার মতে, মতিভ্রম ঘটেছিল তামিমের। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা ব্রেইন-ফেইড (তাৎক্ষনিকভাবে মাথা কাজ না করা)। অনেকটা মতিভ্রমের মত। আমার মনে হয়, সে হয়তো ভেবেছিল- বল উইকেটরক্ষকের গ্লাভস থেকে বেরিয়ে পেছনে চলে গিয়েছিল।’
Vision

কিন্তু পাঠকের মনে প্রশ্ন জাগতেই পারে, এই লেভেলের ক্রিকেটে বলের গতিপথ শেষ পর্যন্ত না দেখে অযথা উইকেট ছেড়ে বেরিয়ে আসা কতটা যৌক্তিক। তাও তামিমের মত দলের প্রধান ব্যাটসম্যানের কাছ থেকে এমন অপরিণত মানসিকতা কী কাম্য?

তার উত্তরে আরেকবার আওড়ালেন হাথুরু, ‘আমার মনে হয় তার মাথা ঠিকমত কাজ করছিল না। আসলে এটা ছিল ব্রেইন ফেইড।’

এআরবি/আএইচএস/পিআর

আরও পড়ুন