তিন ম্যাচ নিষিদ্ধ ইব্রা
এক কনুয়ের গুঁতোয় তিন ম্যাচ নিষেধাজ্ঞা বরণ করতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডের সুইডিস স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকে। এফসি বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে টাইরন মিঙসকে কনুই দিয়ে গুঁতো দেয়ার অপরাধে এই শাস্তি পেতে হলো ম্যানইউ তারকাকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের অভিভাবক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নিশ্চিত করেছে, জ্লাতান ইব্রাহিমোভিচ নিজেই তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি মেনে নিয়েছেন। টাইরন মিঙসকে যে তিনি কনুই দিয়ে গুঁতো দিয়েছেন সেটাও স্বীকার করেছেন তিনি।
তিন ম্যাচ নিষেধাজ্ঞার কারণে ম্যানইউর এই তারকা স্ট্রাইকার আগামী সোমবার এফএ কাপে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না। এরপর প্রিমিয়ার লিগে মিডলসবার্গ এবং ওয়েস্টব্রামের বিপক্ষে ম্যাচেও মাঠে নামতে পারবেন না।
নিষেধাজ্ঞা কাটিয়ে ৪ এপ্রিল ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ফিরবেন এভার্টনের বিপক্ষে। তবে ইউরোপা লিগে রুস্তভের বিপক্ষে ম্যাচে কিন্তু এই নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হবে না।
ইব্রাহিমোভিচের এই নিষেধাজ্ঞার খবর নিশ্চিত কোচ মরিনহোর জন্য একটি হতাশাজনক খবর হয়েই এলো। কারণ, এ মৌসুমে ম্যানইউর সাফল্য অনেকটাই নির্ভর করছিল ইব্রার ওপর। এখনও পর্যন্ত ২৬টি গোল করেছেন তিনি।
আইএইচএস/জেআইএম