গল স্টেডিয়ামে ‘জয় বাংলা’
আজ ৭ মার্চ। বাঙালি জাতি ও বাংলাদেশের ইতিহাসের পাতায় হিরকখচিত একদিন। ১৯৭১ সালের আজকের এই দিনেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন জাতির জনক, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজেই আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের দিন।
‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।’- তার ভরাট গলার ওই ঐতিহাসিক ঘোষণায় উজ্জীবিত, উদ্বুদ্ধ ও দারুণভাবে অনুপ্রাণিত বাঙালি জাতি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখে দেশ মাতৃকার স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।
কয়েক হাজার মাইল দূরে শ্রীলঙ্কার গলে বসেও অনুমান করা যায়, আজ রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুরসহ সারা দেশেই বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজছে মাইকে।
বাঙালি জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বঙ্গবন্ধুর সে স্বাধীনতার ঘোষণাকে।
স্বাধীনতার মাস মার্চের ৭ তারিখ বঙ্গবন্ধুর ওই ভাষণ মাইকে শোনাও যেন একটা সংস্কৃতি হয়ে গেছে। ৭ মার্চ ভোরে দূরে কিংবা কাছে মাইকে যখনই ঐতিহাসিক ভাষণ বাজে, প্রতিটি বাঙালির কান অাপনা আপনি চলে যায় সেদিকে। ইউটিউবে বঙ্গবন্ধুর ওই ঐতিহাসিক ভাষণ শোনা যায়, বিশ্বের অন্য যেকোনো প্রান্ত থেকেই।
তারপরও ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ মাইকে-সাউন্ড বক্সে শোনার অনুভূতিই ভিন্ন। মুশফিক, তামিম, সাকিব, মাহমুদউল্লাহ ও মোস্তাফিজরা এবং বাংলাদেশ-শ্রীলঙ্কার সিরিজ কভার করতে আসা সাংবাদিকরা দেশে বসে ওই ভাষণ শুনতে পারছেন না এবার।
তবে ঘরে বসে স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ শোনার সুযোগ না হলেও গলের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বসেও স্বাধীনতার মাসের আস্বাদন মিলছে। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সাইট স্ক্রিনের সাদা কাপড়ে লেখা- ‘জয়বাংলা।’
সেটা এমনি এমনি নয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কার চলতি সিরিজের স্টেডিয়ামের ভেতরের আনুষঙ্গিক স্বত্ব পেয়েছে বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ‘এ্যাড টাচ।’ তারা স্বাধীনতার মাস, ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এবং ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের কথা মাথায় রেখে এ সিরিজের নামকরণ করেছে ‘জয় বাংলা কাপ।’
তাই স্টেডিয়ামের ভেতরে সাইটস্ক্রিনেও বড় করে ব্যানার টানানো ‘জয়বাংলা।’ যে ‘জয় বাংলা’ স্লোগান স্বাধীনতার যুদ্ধে বাঙালির প্রাণশক্তি ছিল, সাত সমুদ্র তেরো নদীর ওপারে চোখের সামনে সেই স্লোগান লেখা, একটা অন্যরকম আবেগ-অনুভূতি জাগাচ্ছে বৈকি।
এআরবি/এনইউ/এমএস