ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অস্ট্রেলিয়াকে ১৮৮ রানের লক্ষ্য দিলো ভারত

প্রকাশিত: ০৬:৪০ এএম, ০৭ মার্চ ২০১৭

চতুর্থ দিনে ব্যাট করতে নেমে লিডটা খুব বেশি বড় করতে পারলো না স্বাগতিক ভারত। হ্যাজেলউড ও স্টর্কের বোলিং তোপে দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস। আর এতে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৮ রান।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পূজারা-রাহানে দিনের শুরুতে সতর্ক হয়েই ব্যাট করছিলেন। তবে অর্ধশত পূরণ করে খুব বেশি সময় আর উইকেটে থাকতে পারেননি রাহানে। ব্যক্তিগত ৫২ রানে স্টার্কের ফুল লেন্থ বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান আজিঙ্কা। এর সঙ্গে সঙ্গে পূজারা-রাহানের ১১৮ রানের জুটি।

স্টর্কের পরের বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান করুণ নায়ার। ব্যক্তিগত ৯২ রানে হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান পূজারা। এরপর দ্রুত অশ্বিন (৪), যাদব (১), ও ইশান্ত শর্মা (৬) সাজঘরে ফিরলে ২৭৪ রানেই শেষ হয় স্বাগতিকদের ইনিংস।

এর আগে চলতি টেস্টের প্রথম ইনিংসে ১৮৯ রানেই থেমে যায় ভারত। জবাবে ২৭৬ রান তোলে অস্ট্রেলিয়া।  

এমআর/পিআর

আরও পড়ুন