৮৭ রানে পিছিয়ে ব্যাট করছে ভারত
তৃতীয় দিনে লিডটা খুব বেশি বাড়াতে পারলো না অস্ট্রেলিয়া। আগের দিনের ৩৯ রানের সঙ্গে মাত্র ৪৮ রান যোগ করতেই বাকি চার উইকেট হারায় সফরকারীরা। ফলে প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৮৭ রানে এগিয়ে থেকে নিজেদের প্রথম ইনিংস শেষ করলো স্মিথ বাহিনী।
আগের দিনের ১৪ রানের সঙ্গে ১২ রান যোগ করা স্টার্ককে জাদেজার ক্যাচে পরিণত করে শুরুটা করেন অশ্বিন। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠার আগে অজি উইকেটরক্ষ-ব্যাটসম্যান ম্যাথু ওয়েডকে ৪০ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জাদেজা। আর লায়ন (০) ও হ্যাজেলউড (১) রানে জাদেজার বলে বিদায় নিলে ২৭৬ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ভারতের পক্ষে জাদেজা ৬ ও অশ্বিন নেন ২ উইকেট।
এদিকে ৮৭ রানে পিছিয়ে থেকে দুর্দান্ত সূচনা করেছে দুই ওপেনার লোকেশ রাহুল ও অভিনব মুকুন্দ। এখন পর্যন্ত ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৩৫ রান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৮৯ রান করে স্বাগতিক ভারত।
এমআর/এমএস