ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শ্রীলঙ্কার বিপক্ষে বড় স্কোর গড়তে চান সৌম্য

প্রকাশিত: ০৫:০২ এএম, ০৫ মার্চ ২০১৭

বেশ কিছু দিন ধরেই ছন্দে ছিলেন না সৌম্য সরকার। তার ব্যাট মোটে হাসছিল না। নিউজিল্যান্ড সফরে গিয়ে তার ব্যাটে রান আসতে শুরু করেছে। ছন্দে থাকলে সৌম্য ব্যাট যে হাসতেই থাকে; সে প্রমাণ আগেই মিলেছে।

ক্রাইস্টচার্চ টেস্টে সেঞ্চুরির কাছে গিয়েও তা হাতছাড়া করেছেন সৌম্য। খেলেছিলেন ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস। টেস্টে যা তার সর্বোচ্চ রানের ইনিংস। টেস্ট ক্রিকেট বলে কথা। এই ইনিংসটাকে আরও লম্বা করতে পারলে দলের জন্যও ভালো হয়।
Vision
এসব বুঝতে কি আর বাকি আছে সৌম্যর? নিজেকে আরও ভালোভাবে মেলে ধরতে চান। শ্রীলঙ্কার বিপক্ষে বড় স্কোর গড়তে মুখিয়ে বাংলাদেশি এই ওপেনার। বলেন, ‘ভারত সফরে যে ভুলগুলো করেছি। তা শুধরে নিতে হবে। লঙ্কানদের ব্পিক্ষে বড় স্কোর গড়াই এখন আমার লক্ষ্য। ইনিংসটাকে বড় করতে পারলে দল ভালো অবস্থানে যেতে পারে।’

এনইউ/এমএস

আরও পড়ুন