কোয়েটায় বিজয়ের সঙ্গে লাহোরে গেছেন যেসব বিদেশি ক্রিকেটার
নিরাপত্তা অজুহাতে লাহোরে যেতে রাজি হননি বিদেশি ক্রিকেটাররা। তাদের মধ্যে রয়েছেন কোয়েটা গ্লাডিয়েটর্সের কেভিন পিটারসেন, ব্রেন্ডন ম্যাককালাম, টাইমাল মিলস, লুক রাইট ও রিলে রুশো। বলার অপেক্ষা রাখে না যে, এই তারকাদের অনুপস্থিতিতে পিএসএলের ফাইনালে কিছুটা হলেও আমেজ হারাবে।
তবে বসে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে করেই হোক, লাহোরের ফাইনালে বিদেশি ক্রিকেটারদের টানতে মরিয়া। সফলও হয়েছে! কোয়েটার হয়ে যেসব বিদেশি খেলোয়াড় খেলতে রাজি হননি; তাদের বিকল্প হিসেবে ক্রিকেটার হাজির করেছে লাহোরে।
ফাইনালের জন্য কোয়েটা দলে নিয়েছে পাঁচজন বিদেশি খেলোয়াড়। তারা হলেন- বাংলাদেশের এনামুল হক বিজয়, দক্ষিণ আফ্রিকার মরনে ভন উইক, জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা ও শন আরভিন, ওয়েস্ট ইন্ডিজের রিয়াদ এমরিট।
প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগের ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। দ্বিতীয় আসরের ট্রফির লড়াইটা হবে কোয়েটা গ্লাডিয়েটর্স ও পেশোয়ার জালমির মধ্যে।
এনইউ/এমএস