কামরান আকমলের সেঞ্চুরিতে পেশোয়ারের সংগ্রহ ১৮১
জিতলেই ফাইনাল। আর হারলে কোনো সুযোগ বাকি নেই, সরাসরি বিদায়। এমনই এক পরিস্থিতিতে দাঁড়িয়ে করাচি কিংসের সামনে ১৮১ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে পেশোয়ার জালমি। দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন কামরান আকমল। ৬৫ বলে খেলা ১০৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৬টি বাউন্ডারি আর ৭টি ছক্কা দিয়ে।
টস জিতে পেশোয়ারকে ব্যাট করতে পাঠান করাচির অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ব্যাট করতে মে কামরান আকমল আর ডেভিড মালান মিলে ১১.৩ ওভারেই ৯৭ রানের বিশাল জুটি গড়ে তোলেন।
৩১ বলে ৩৬ রানে আউট হন ডেভিড মালান। ৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা ছিল ১টি। এরপর মাঠে নেমে কামরান আকমলের সঙ্গে জুটি বাধেন মারলন স্যামুয়েলস। এ দু’জন গড়েন ৭৭ রানের জুটি।
১৭৪ রানের মাথায় যখন কামরান আকমল আউট হন তার রান ছিল ৬৫ বলে ১০৪। এরপর মাঠে নেমে প্রথম বলেই আউট হয়ে যান আফ্রিদি। ড্যারেন স্যামি মাঠে নামলেও ১ বল খেলার সুযোগ পান। তবে রান করতে পারেননি। মারলন স্যামুয়েলস ২২ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত পেশোয়ার জালমির সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ১৮১ রান।
আইএইচএস/