ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শততম টেস্ট খেলার স্বপ্ন দেখেন না ইমরুল

প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৩ মার্চ ২০১৭

গত দুই বছর সাদা জার্সিতে বাংলাদেশ দলে সবচেয়ে সেরা পারফরম্যান্সটা করেছিলেন ইমরুল কায়েস। সে ধারায় বর্তমান জাতীয় দলে অটো চয়েজই ছিলেন তিনি। কিন্তু ইনজুরির কারণে তা আর হয়ে ওঠেনি। ফিটনেস ফিরে না পাওয়ায় শ্রীলঙ্কা সফরের দলে নেই তিনি। অথচ এ সিরিজেই শততম টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে এ মাইলফলকের ম্যাচে দলে ফেরার আর ভাবনাই নেই ইমরুলের।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন করতে আসেন ইমরুল। অনুশীলন শেষে বলেন, ‘আসলে ১০০তম টেস্ট এটা নিয়ে আমার এখন কোনো চিন্তা নেই্। জাতীয় দলে প্রত্যেকটা টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য। সবাই চেষ্টা করে ভালো খেলার। আলাদা করে বললে, শততম টেস্টে যারা খেলবেন তারা ভাগ্যবান। শততম টেস্টে যদি আমি করতে পারতাম অবশ্যই আমিও ভাগ্যবান হতাম। দুর্ভাগ্য আমার জন্য।’

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শেষ দু’টি রাউন্ড খেলেছেন ইমরুল। রোববার থেকে শুরু হতে যাওয়া ষষ্ঠ ও শেষ রাউন্ডেও খেলবেন বাঁহাতি ব্যাটসম্যান। আগের ম্যাচ দুটিতে ব্যাটিং ও ফিল্ডিং করেছেন কোনোরকম অস্বস্তি ছাড়াই। শেষ ম্যাচে দারুণ একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। এখন ধরে রাখতে চান সে ধারা।  

‘ইনজুরি থেকে রিকভারি করে আসছি। আমি জানি না নির্বাচকরা আমাকে কবে সিলেক্ট করবে। যদি করে অবশ্যেই চেষ্টা করবো সেরাটা দেয়ার। তবে আমার চিন্তা হলো দলে ফিরে আসা ও পারফরম্যান্স করা। আমি ওভাবেই কাজ করে যাচ্ছি। জিমে, নেট সেশনে কাজ করে চেষ্টা করছি ভালোভাবে ফিরে আসার।’
Vision
তবে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন ফিটনেস ফিরে পেলে শততম টেস্টের দলে নেওয়া হবে ইমরুল কায়েসকে। কাঙ্ক্ষিত সে ফিটনেস ফিরেও পেয়েছেন ইমরুল। এখন দেখার বিষয় আদৌ ডাক পান কিনা এ ওপেনার।

‘ফিটনেসের দিক থেকে তো আর সমস্যা নেই। কারণ, শেষ দু্‌ইটা চার দিনের ম্যাচ খেলেছি। ফিল্ডিংয়ে কোনো সমস্যা নেই, ব্যাটিংয়েও কোনো সমস্যা নেই। একটা ম্যাচে দীর্ঘসময় ব্যাটিং করেছি। কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত।’

আরটি/পিআর