ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুম্বাইয়ের প্রথম উইকেটের পতন

প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে ফিঞ্চের উইকেট হারিয়ে শুরুতেই হোঁচট খেলো মুম্বাই। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে মুম্বাইয়ের সংগ্রহ ২১ রান। রোহিত ১৫ আর তারে ০ রান নিয়ে ব্যাট করছে।

বিশ্বের সেরা তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে কলকাতা নাইট রাইডার্স। গত মৌসুমের মতো এবারও বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতায় খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

গত বছর কলকাতার শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছেন সাকিব। এবারও একই কথা ব্যক্ত করেছেন তিনি। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেছেন, এবারও আগের আসরের মতো দলের জন্য অবদান রাখতে চাই।

অন্যদিকে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে মুম্বাই। কলকাতাকে ময়দানী যুদ্ধে হারাতে সেভাবেই প্রস্তুতি নিচ্ছে দলটি। এই দলেও রয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। যারা যেকোনো মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের গতি পথ। তাদের মধ্যে আছেন হরভজন সিং, লাসিথ মালিঙ্গা ও কিয়েরন পোলার্ড।

কলকাতা নাইট রাইডার্স দল : গৌতম গম্ভীর (অধিনায়ক), সুনীল নারিন, মনীষ পান্ডে, রবিন উথাপা, উমেশ যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান,কুলদীপ যাদব, মরনে মরকেল,  পিযুজ চাওলা,

মুম্বাই ইন্ডিয়ান্স দল : রোহিত শর্মা (অধিনায়ক), হরভজন সিং, লাসিথ মালিঙ্গা, কিয়েরন পোলার্ড, আম্বাতি রাইডু, বিনয় কুমার, কোরে অ্যান্ডারসন,  আদিত্য তারে,  অ্যারন ফিঞ্চ,  প্রজ্ঞান ওঝা, জাসপ্রিট বুমরাহ।

এমআর/আরআইপি