ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পিচ নিকৃষ্ট মানের’

প্রকাশিত: ০৩:৩১ এএম, ০১ মার্চ ২০১৭

পুণেতে অস্ট্রেলিয়ার বিপক্ষের বড় ব্যবধানে হারের পর থেকেই পিচ কিউরেটরের উপর দায় চাপাচ্ছে ভারত। এবার প্রথম টেস্টের পিচকে ‘নিকৃষ্ট মানের’ রেটিং দিয়েছেন আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আর ১৪ দিনের মধ্যে এর জবাব দিতে হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।   

ধারা-৪ অনুযায়ী, উপযুক্ত সংশোধনী পদক্ষেপের একটি নির্দেশনার জন্য অফিসিয়াল সতর্কতা অথবা অনধিক ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা।

আইসিসি পিচ ও আউটফিল্ড মনিটরিং প্রসেস অনুযায়ী, নিম্নোক্ত কারণে পিচ বাজে বলে বিবেচিত হয়:

•    ম্যাচের যেকোনো মুহূর্তে পিচে অত্যধিক টার্ন (সিম মুভমেন্ট) ।

•    ম্যাচের যেকোনে পর্যায়ে যেকোনো বোলারের ক্ষেত্রে বাউন্সি ডেলিভারিতে অত্যধিক অসমতা।

•    পিচ থেকে স্পিন বোলারদের অতিরিক্ত সহায়তা পাওয়া, বিশেষ করে ম্যাচের শুরুর দিকে।

•    ম্যাচের যেকোনো স্টেজে তুলনামূলক কম অথবা একেবারেই সিম মুভমেন্ট না থাকা। উল্লেখ্যযোগ্য বাউন্সের ঘাটতি বা এমন ডেলিভারি দিতে না পারা। অর্থাৎ, ব্যাট ও বলের নিরপেক্ষ লড়াই থেকে বোলারদের বঞ্চিত রাখা।

এমআর/পিআর

আরও পড়ুন