ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাতে মুখোমুখি কলকাতা ও মুম্বাই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪২ এএম, ০৮ এপ্রিল ২০১৫

বুধবার রাতে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসরের খেলা। বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও সাবেক চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। রাত সাড়ে ৮টায় ইডেন গার্ডেনে মুখোমুখি হবে এ দুই দল।

বিশ্বের সেরা তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে কলকাতা নাইট রাইডার্স। গত মৌসুমের মতো এবারও বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতায় খেলছেন বাংলাদেশের সাকিব আল হাসান। গত বছর কলকাতার শিরোপা জয়ে দারুণ ভূমিকা রেখেছেন সাকিব। এবারও একই কথা ব্যক্ত করেছেন তিনি। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এই অলরাউন্ডার বলেছেন, ‘এবারও আগের আসরের মতো দলের জন্য অবদান রাখতে চাই।’

সাকিব ছাড়াও কলকাতায় রয়েছেন আরও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার। তাদের মধ্যে আছেন মর্নে মর্কেল, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেসকাট ও প্যাট ক্যামিন্স। গৌতম গম্ভীরের নেতৃত্বে খেলবে কলকাতা। ভারতীয়দের মধ্যে দলে রয়েছেন মনীষ পান্ডে, ইউসুফ, সুরিয়াকুমার, উমেশ যাদব ও কুলদীপের মতো তারকারা।

অন্যদিকে রোহিত শর্মার নেতৃত্বে খেলবে মুম্বাই। কলকাতাকে ময়দানী যুদ্ধে হারাতে সেভাবেই প্রস্তুতি নিচ্ছে দলটি। এই দলেও রয়েছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। যারা যেকোনো মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের গতি পথ। তাদের মধ্যে আছেন হরভজন সিং, লাসিথ মালিঙ্গা ও কিয়েরন পোলার্ড।

কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য দল : গৌতম গম্ভীর (অধিনায়ক), সুনীল নারিন, মনীষ পান্ডে, রবিন উথাপা, উমেশ যাদব, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, রায়ান টেন ডেসকাট, সাকিব আল হাসান, কুলদীপ যাদব, মর্নে মর্কেল, আজহার মাহমুদ, জন বোথা, কেস কারিয়াপ্পা, পিযুজ চাওলা, প্যাটি ক্যামিন্স, আদিত্য গারওয়াল, ব্রাড হগ, শেল্ডন জ্যাকসন, সুমিত নারওয়াল, বীর প্রতাপ সিং, বাইভাব রাওয়াল ও সুরিয়াকুমার যাদব।

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য দল : রোহিত শর্মা (অধিনায়ক), হরভজন সিং, লাসিথ মালিঙ্গা, কিয়েরন পোলার্ড, আম্বাতি রাইডু, লেন্ডল সিমন্স, বিনয় কুমার, কোরে অ্যান্ডারসন, আইডেন ব্লিজার্ড, জাসপ্রিট বুমরাহ, আদিত্য তারে, পাওয়ান সুয়াল, মিচেল ম্যাকক্লেনেগান, মার্চেন্ট ডি ল্যাঙ্গে, উন্মুক্ত চাঁদ, অ্যারন ফিঞ্চ, পার্থিব প্যাটেল, সিদ্ধেশ লাড়, অভিমন্যু মিথুন, শ্রীয়াস গোপাল, জোশ হাজলেউড, প্রজ্ঞান ওঝা, হারডিক পান্ডেয়া, সুচিথ, অক্ষয় ওয়াখারে ও নিতিশ রানা।

এআরএস/বিএ/পিআর