ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টাইগারদের ওপেনিংয়ে নতুন মুখ

প্রকাশিত: ০৪:৫২ এএম, ০৮ এপ্রিল ২০১৫

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপে দারুণ সাফল্য দেখালেও ওপেনিং জুটিতে রান পাননি তারা। এ নিয়ে সেই অস্ট্রেলিয়া থেকেই নাখোশ ছিলেন অনেকে। মেলবোর্নে এ ব্যাপারটি নিয়ে বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সরাসরিই এক ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তাই পাকিস্তানের বিপক্ষে টোইগারদের ওপেনিংয়ে তামিমের সঙ্গে জুটি করা হচ্ছে ঘরোয়া আসরে দারুণ ফর্মে থাকা ডানহাতি ব্যাটসম্যান লিটন কুমার দাসকে। বিশ্বকাপে ইনজুরিতে পড়া এনামুল হকের পরিবর্তে সুযোগ পাওয়া ইমরুল তিন ম্যাচে করেছিলেন মাত্র নয় রান। তাই পাকিস্তান সিরিজে তাকে বাইরে রেখেই লিটনকে নেওয়া হচ্ছে।

এবারের জাতীয় লীগে রংপুরের হয়ে ম্যাচপ্রতি ৮৫.৩৩ গড়ে সর্বোচ্চ এক হাজার ২৪ রান করেছেন লিটন দাস। ঢাকা প্রিমিয়ার লিগেও আবাহনীর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭১৪ রান করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরিও রয়েছে।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দলের স্পিন বোলিং কম্বিনেশনে বৈচিত্র্য আনতে চেয়েছেন নির্বাচকরা। সে কারণেই দলে দেখা যেতে পারে লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনকে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা কার বদলে লিখনকে রাখা হয়েছে তা মঙ্গলবার পর্যন্ত জানা যায়নি। এরই মধ্যে বোর্ড সভাপতির কাছে সিরিজের স্কোয়াড তুলে দিয়েছেন নির্বাচক প্রধান ফারুক আহমেদ, যা আজকালের মধ্যেই প্রকাশ করবে বোর্ড।

নির্বাচক প্রধান ফারুক আহমেদ বলেন, আমরা একজন তরুণ ক্রিকেটারকে তখনই জাতীয় দলের জন্য নির্বাচন করি, যখন সে ফর্মের চূড়ায় থাকে। সেদিক থেকে লিটন কিছুটা এগিয়ে। তবে জায়গা পাওয়ার দৌড়ে রনি তালুকদারও রয়েছে।’

ওয়ানডেতে লিটনকে সুযোগ দিয়ে টেস্টে তামিমের সঙ্গে রনি তালুকদারকে রাখার চিন্তাও করছেন নির্বাচকরা। নারায়ণগঞ্জের ছেলে রনি এবারের জাতীয় লিগে ডাবল সেঞ্চুরি করে নজরে এসেছেন। টানা তিনটি সেঞ্চুরিও আছে তার এবারের লিগে। জাতীয় লিগে ৭০.৬৩ গড়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন রনি তালুকদার।

ওপেনিংয়ে পরিবর্তনের পাশাপাশি বোলিংয়ে একটি পরিবর্তন আনতে যাচ্ছেন নির্বাচকরা। বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কন্ডিশনের কথা মাথায় রেখে চার পেসার, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ আর আল-আমিন হোসেনকে রাখা হয়েছিল।

পরে অবশ্য আল-আমিনের পরিবর্তে ডাকা হয় শফিউলকে। তবে এবারে ঘরের মাঠে চার পেসার নয়, তিন পেসার রাখার পক্ষেই মত দিয়েছেন অনেকে। তাই স্পিন বিভাগ জোরদার করতে জুবায়েরকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

এআরএস/বিএ/এমএস