ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইপিএল উদ্বোধনীতে শাহরুখ কেন নেই

প্রকাশিত: ০৯:২৩ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর কোনো অনুষ্ঠান, আর সেখানে কোলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান থাকবেন না- এ যেন অসম্ভব এক ব্যাপার। কিন্তু এ অসম্ভবই সম্ভব হলো মঙ্গলবার রাতে আইপিএল আট এর উদ্বোধনী অনুষ্ঠানে।

খেলোয়াড়, রাজনীতিবিদ থেকে বলিউডের ঝলমলে তারকা- সবাই ছিলেন, ছিলেন না শুধু শাহরুখ। কী এমন কারণ যাতে শাহরুখ উপস্থিত হলেন না এই মহাযজ্ঞে?

জানা গেল, ছবির টাইট শেডিউল ঠিক রাখতেই এই আসর বাদ দিতে হয়েছে শাহরুখকে। এমনিতেই ক্রোয়েশিয়ায় `ফ্যান` ছবির শ্যুটিঙে আহত হয়ে মুম্বাই ফেরেন শাহরুখ। বিমানবন্দরে তাকে খুঁড়িয়ে হাঁটতেও দেখা গেছে। সেকারণেও তিনি এই লম্ফঝম্পের অনুষ্ঠান থেকে দূরে থাকতে পারেন বলে অনেকের ধারণা।

তবে, উদ্বোধনীতে না থাকলেও বুধবার সকালে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের উদ্বোধনী ম্যাচে ঠিকই গ্যালারিতে থাকছেন শাহরুখ। মঞ্চ মাতাতে ঋত্বিক, আনুশকারা থাকলেও, দলকে চাঙ্গা রাখতে তার বিকল্প যে কেউ নেই!

এসআরজে