ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে শেখ জামালের জয়

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টায় উদ্বোধনী ম্যাচে  ফরাশগঞ্জকে ৪-১ গোলে হারায় তারা।

খেলা শুরুর দুই মিনিটেই প্রথম গোলের সুযোগ পেয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল। তবে দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ডার্লিংটনের হেড লক্ষ্যভ্রষ্ট হলে গোল বঞ্চিত হয় তারা।

অপরদিকে, খেলার আট মিনিটেই চমক দেখায় ফরাশগঞ্জ। পেনাল্টির সুযোগ পেয়ে যায় চ্যাম্পিয়নশীপ থেকে উঠা আসা এই দল। বক্সের মধ্যে ফরাশগঞ্জের নাইজেরিয়ান খেলোয়াড় একেনেলে পিটারকে অবৈধ ফেলে দেন শেখ জামালের কেস্ট কুমার বোস।
রেফারি মিজানুর রহমান বাজান পেনাল্টির বাঁশি। সেই সুযোগ নষ্ট করেননি পিটার। শেখ জামালের গোলরক্ষক মাজহারুল ইসলামকে ফাঁকি দিয়ে দক্ষতার সঙ্গে কাঁপান প্রতিপক্ষের জাল। ১-০ গোলের লিড নেয় ফরাশগঞ্জ।

অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে প্রথমেই গোল হজম করলেও দ্রুতই ম্যাচে ফেরে হলুদ শিবির। ১৫ মিনিটে মুন্নার বাড়ানো বলে অসাধারণ এক গোল করেন শেখ জামালের হাইতিয়ান ফুটবলার ওয়েডসন। এতে ম্যাচে ১-১ গোলে সমতা আসে্।পরে খেলার ৪৮ ও বাড়তি সময়ের প্রথম মিনিটে (৯১ মিনিট) শেখ জামালের হয়ে দুটি গোল করেন ল্যান্ডিং। এছাড়া মামুনুলের ১ গোলের ফলে ৪-১ এ খেলার সমাপ্তি হয়।

এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বিরেন শিকদার বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীসহ কমিটির অন্যান্য সদস্যরা।

এএইচ/একে/আরআই