ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টিম ম্যানেজমেন্ট চাইলে ওপরে ব্যাট করতে রাজি মুশফিক

প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

মাহমুদউল্লাহ রিয়াদের সাম্প্রতিক সময় ভালো কাটছে না। সেই নিউজিল্যান্ড সফর থেকে রান খরায় ভুগছেন। হায়দরাবাদ টেস্টের দ্বিতীয় ইনিংসে পঞ্চাশের ঘরে পা রাখলেও আস্থা ও আত্ববিশ্বাসে ঘাটতি ছিল। অনেকেরই মত, মুশফিকুর রহীম তো মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় খেলতে পারেন। তাকে চার নম্বরের প্রমোশন দিলেই তো ভালো হয়।
 
আজ সংবাদ সন্মেলনে সে প্রশ্নের মুখোমুখি হতে হলো টাইগার অধিনায়ককে। আপনি তো ব্যাটিং অর্ডারে আরও ওপরে আসতে পারেন? এমন প্রশ্নর জবাবে মুশফিকের ব্যাখ্যা, শুনে মনে হলো- তিনিও ভাবছেন নিজেকে আরও ওপরে নিয়ে আসতে। মানে চার নম্বরে ব্যাটিং করতে।
 
গল কিংবা কলম্বোয় তাকে চার নম্বরে ব্যাট করতে দেখলেও অবাক হবার কিছু থাকবে না। মুশফিকের কথায় এমন ইঙ্গিতও মিললো, ‘দলের স্বার্থে যদি করতে হয়, আমি রাজি। আমি আগে সাত নম্বরে ব্যাটিং করতাম। দলের কম্বিনেশন এখন খুব ভালো। তো আমি উপরে ব্যাটিং করবো কিনা, সেটা ম্যানেজমেন্টের ব্যাপার। টপ অর্ডারে যারা আছে, তারা ভালো করছে না বলেই হয়তো এ কথা আসছে। ওপরে ব্যাটিং করবো কিনা, এ নিয়ে চিন্তা আছে। ভবিষ্যতে যদি সে রকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে হয়তো হতে পারে। ওপরে হয়তো নম্বর পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করার সুযোগ হতে পারে। এটা আসলে চিন্তার বিষয়।’

এআরবি/এনইউ/পিআর

আরও পড়ুন