ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার মিরাজ
ইংল্যান্ডের বিপক্ষে স্বপ্নের অভিষেক হয়েছিল মেহেদী হাসান মিরাজের। বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। প্রথম ইনিংসে নেন ৬ উইকেট; দ্বিতীয় ইনিংসে আরো একটি উইকেট। এরপর দ্বিতীয় টেস্টে তো আরো উজ্জ্বল। দুই ইনিংসেই নেন ৬টি করে উইকেট। তার হাত ধরেই প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় পায় বাংলাদেশ।
দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে সিরিজ সেরা মিরাজ। এর মধ্য দিয়ে অনন্য এক রেকর্ডও গড়েন তিনি। অভিষেক টেস্ট সিরিজে চমক দেখানো মিরাজ নির্বাচিত হয়েছেন ক্রিকইনফোর বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটার।
বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারের খেতাব জিততে মিরাজ পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস, ভারতের জয়ন্ত যাদব, ইংল্যান্ডের হাসিব হামিদ, ভারতের জাসপ্রিত বুমরাহকে। এই তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার স্টিফেন কুক, অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্ব, ইংল্যান্ডের কিয়াটন জেনিংস, নিউজিল্যান্ডের জিৎ রাভাল, ভারতের করুন নায়ারও।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৫টি টেস্ট ম্যাচ খেলেছেন মিরাজ। নামের পাশে যোগ করেছেন ২৫টি উইকেট। ব্যাট হাতে শুরুর দিকে রানই পাচ্ছিলেন না মোটে। তবে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে রানে ফেরেন তিনি। প্রথম ইনিংসে খেলেন ৫১ রানের ইনিংস। ৫ টেস্টে সব মিলে মিরাজের রান সংখ্যা ৯৪।
এনইউ