ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সিরিজের মাঝেই ফিটনেস নিয়ে কাজ করা হবে ক্রিকেটারদের

প্রকাশিত: ১২:২৫ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

গত ছয় মাস ধরে টানা ক্রিকেট খেলে চলেছেন টাইগাররা। সদ্যই ভারত সফর শেষে এবার লক্ষ্য শ্রীলঙ্কা। এমতাবস্থায় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করার কোনো সুযোগই পাচ্ছে কোচিং স্টাফরা। তাই শ্রীলঙ্কা সফরের মাঝেই ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করা হবে বলে জানান বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েন।
 
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা সফরকে উদ্দেশ্য করে শুরু হয় টাইগারদের অনুশীলন ক্যাম্প। অনুশীলনের ফাঁকে মারিও বলেন, ‘ক্রিকেটারদের ফিটনেস এই মুহূর্তে কী অবস্থায় আছে; সেটা নিয়েই আজ কাজ করেছি আলাদাভাবে। এতে করে আমি শ্রীলঙ্কা সফরে ক্রিকেটারদের নিয়ে আলাদা করে কাজ করতে পারবো। ফিটনেস ক্যাম্প করার মতো সময় আমাদের নেই। সে কারণেই আমি যেটা করতে চাই তা হলো- সফরের মধ্যেই তাদের নিয়ে কাজ করবো।’
 
সেপ্টেম্বরে আফগানিস্তান সিরিজ দিয়ে শুরু। তখন থেকেই টানা ক্রিকেট খেলে চলেছেন টাইগাররা। এরপর ইংল্যান্ড সিরিজ শেষে বিপিএল। আর তা শেষ হতে না হতেই নিউজিল্যান্ড সিরিজ। এরপর ভারত সিরিজ শেষে এবার লক্ষ্য শ্রীলঙ্কা। টানা ক্রিকেট খেলায় ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সমস্যায় পড়া খুবই স্বাভাবিক। তাই সে ঘাটতি সিরিজেই মাঝে পুষিয়ে নিতেই শ্রীলঙ্কা সফরের মাঝেই কাজ করবেন বলে জানান মারিও।
 
বেশ কিছু দিন ধরেই ক্রিকেটাররা অনেক ম্যাচ খেলেছে। আফগানিস্তানের পর ইংল্যান্ড সেখান থেকে সোজা বিপিএল। তারপর নিউজিল্যান্ড ও ভারত। ব্যাটিং-বোলিংয়ের কথা যদি বলতে হয়, তারা অনেক সময় পেয়েছে। তাদের ছুটির প্রয়োজন ছিল। তারা সেটা পেয়েছে। এখন ফিটনেস নিয়ে কাজ করতে থাকবো। এখানে করছি, শ্রীলঙ্কা সফরে গিয়েও করবো।’

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে ১০ দিনের ছুটি কাটিয়ে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে তিন দিনের ছুটি পাচ্ছেন টাইগাররা। এরপর আগামী সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে মুশফিকদের।

আরটি/এনইউ/এমএস

আরও পড়ুন