১০৫ রানেই শেষ ভারতের ইনিংস
নিজেদের ফাঁদেই ধরা খেলো স্বাগতিক ভারত। প্রতিপক্ষকে ধরাশায়ী করতে তৈরি করেছিলেন স্পিননির্ভর উইকেট। উল্টো সেই উইকেটেই অজি স্পিনারদের জাদুতে ১০৫ রানেই শেষ হলো ভারতের প্রথম ইনিংস। ১৫৫ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া।
পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ২৬ রানে সাজঘরে ফিরে যান মুরালি বিজয় (১০)। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিক শিবির। তিন নম্বরে নামা চেতশ্বর পুজারা ৬ রানে বিদায় নেন। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি। প্রায় আড়াই বছর ও ১০৪ ইনিংস পর শূন্য রানে বিদায় নেন তিনি।
এরপর ৬৪ রান করা রাহুল বিদায় নিলে আর কেউ দাঁড়াতে পারেনি। রাহানের ব্যাট থেকে আসে ১৩ রান। এরপর আর কেউ দুই অংক ছুতে পারেনি। অশ্বিনের ব্যাট থেকে আসে ১ রান। এছাড়া রিদ্ধিমান সাহা ০, রবীন্দ্র জাদেজা ২, জয়ন্ত যাদব ২, উমেশ যাদব ৪, ইশান্ত শর্মা ১ রান করেন। অজিদের হয়ে স্টিভ ও’কেফি নেন ৬ উইকেট। এছাড়া মিচেল স্টার্ক নেন দুই উইকেট।
এর আগে প্রথম দিন ব্যাট হাতে ভারতীয় বোলারদের সামনে দাঁড়িয়ে গেলেন হিমালয় পর্বতের মত দাঁড়িয়ে গেলেও দ্বিতীয় দিনের শুরুর পঞ্চম বলে আউট হয়ে যান স্টার্ক। রবিচন্দ্রন অশ্বিনকে স্লগ-সুইপ করতে গিয়ে ডিপ মিড-উইকেটে রবিন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন অজি এই ব্যাটসম্যান। আর এতেই ২৬০ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৮২ রান করার পর মনে হচ্ছিল রানের পাহাড় গড়বে অস্ট্রেলিয়া। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা কেউ বড় ইনিংস না করতে পারায় সে স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায় সফরকারীদের। স্বাগতিক ভারতের বোলিং আক্রমণে মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছেন। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন রেনসো। দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করেন স্টার্ক। ভারতের পক্ষে যাদব ৪ ও অশ্বিন নেন ৩ উইকেট।
এমআর/পিআর