ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাগবি দলের মিশন দোহা : ১১ খেলোয়াড়ের সঙ্গে আরো ১০!

প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

কাতারে অনুষ্ঠিতব্য এশিয়া রাগবি সেভেনস ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ। আগামী ৩ ও ৪ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠিত হবে ১১ দেশের এ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেয়ার সব আয়োজন শেষ করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন)।

বাংলাদেশ দলের সদস্য ২১ জন। ১১ খেলোয়াড়ের সঙ্গে কোচ, কর্মকর্তা ও সাংবাদিকসহ যাচ্ছেন আরো ১০ জন। দলের নেতৃত্ব দেবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, যিনি কয়েক দিন আগে অস্ট্রেলিয়া ভ্রমণ করে এসেছেন পূর্বাচলে প্রস্তাবিত স্টেডিয়াম নির্মাণের ধারণা অর্জনের জন্য।  

বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সাধারণ সম্পাদক মো. মৌসুম আলী বলেছেন, ‘এই দলের ১১ খেলোয়াড়ের আলাদাভাবে জিও (সরকারী আদেশ) হয়েছে। কোচ-কর্মকর্তাসহ অন্য ১০ জনের জিও হয়েছে আলাদা।’

বুধবার সরকারী আদেশ (জিও) পাওয়া ১০ জন হলেন: দলনেতা-অশোক কুমার বিশ্বাস (সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ), সহকারী দলনেতা-আবদুল্লাহ আল জহির (সভাপতি, বাংলাদেশ রাগবি ফেডারেশন), ম্যানেজার: সাইদ আহমেদ ( যুগ্ম সম্পাদক, বাংলাদেশ রাগবি ফেডারেশন), কোচ : মো. আব্দুল কাদের, ফিজিও: মো. নাজমুল হাসান, কর্মকর্তা : মীর মো. ইমাম হোসেন (সহ সভাপতি, বাংলাদেশ রাগবি ফেডারেন), মো. আনিসুজ্জামান (কর্মকর্তা, রাগবি ফেডারেশন), দীন ইসলাম (কর্মকর্তা, রাগবি ফেডারেশন), সাংবাদিক : চৌধুরী রাহাত কবির মেনন (বার্তা প্রযোজক, ৭১ টিভি), মো. নাবিল কায়সার (নিউজ রুম এডিটর, ৭১ টিভি)।

বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সাধারণ সম্পাদক মো. মৌসুম আলী বলেছেন, ‘বেশিরভাগই যাবেন নিজেদের খরচে। দোহায় থাকা-খাওয়ার ব্যবস্থা করবে এশিয়ান রাগবি ফেডারেশন।’

তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব সিরাজুছ ছালেকীন স্বাক্ষরিত উল্লেখিত ১০ জনের কাতার সফরের আদেশের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তাদের টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) হতে ৩ লাখ টাকা প্রদান করা হবে। অবশিষ্ট ব্যয়ভার বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) বহন করবে।’

আরআই/আইএইচএস/পিআর

আরও পড়ুন