শুরু হচ্ছে প্রাণ বাবল গাম আন্তঃস্কুল বাস্কেটবল টুর্নামেন্ট
২০টি স্কুলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ‘প্রাণ বাবল গাম আন্তঃস্কুল বাস্কেটবল টুর্নামেন্ট’। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে তিনদিনব্যাপী এ টুর্নামেন্ট আগামীকাল শুরু হবে।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন-এর আয়োজনে এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে ‘প্রাণ বাবল গাম’। সহযোগিতায় থাকছে ট্রিট ডেইরি মিল্ক। আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস্কেটবল ফেডারেশনের সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দীন, সহ-সভাপতি মঈনুল আহসান মঞ্জু, কোষাধ্যক্ষ ওয়াসেফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খাইরুল আলম ফরহাদ, টুর্নামেন্টের সদস্য সচিব রনজিৎ চন্দ্র দাস, প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ, ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা।
সাখাওয়াত আহমেদ বলেন, ‘বাস্কেটবল খেলাকে আরো জনপ্রিয় করতে আমরা এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত হয়েছি। প্রাণ বাবল গাম-এর লক্ষ্য তরুণদের সাথে কাজ করা এবং তাদের প্রতিভা বিকাশে সহায়তা করা।’ ভবিষ্যতে বাস্কেটবলসহ বিভিন্ন খেলার সাথে সম্পৃক্ত থাকার আশা প্রকাশ করেন তিনি।
বাস্কেটবল ফেডারেশনের সভাপতি এ টুর্নামেন্ট উদ্বোধন করবেন। এবারের টুর্নামেন্টে বয়েজ স্কুলের ১২ টি ও গার্লস স্কুলের ৮ টি দল প্রতিযোগিতা করবে।
আইএইচএস/আরআইপি