সোমবার বিকেলেই শ্রীলংকা সফরের দল ঘোষণা
খালি চোখে এটা অন্য আট দশটা সিরিজের মত। তবে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের রয়েছে অন্য বৈশিষ্ট্য। এ সিরিজেই শততম টেস্ট ম্যাচটি খেলবে টাইগাররা।
২০০০ সালের নভেম্বরে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু যাত্রা। ৫০ নম্বর টেস্ট ম্যাচটি খেলেছে ২০০৮ সালের ৪-৬ জানুয়ারী ডানেডিনে; নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এবার টাইগারদের শততম টেস্ট ম্যাচটি দরজায় কড়া নাড়ছে।
আগামী ১৫ মার্চ কলম্বোয় টিম বাংলাদেশের ১০০ নম্বর টেস্ট। তাই এ সিরিজের আবেদনটাই ভিন্ন। এই সিরিজকে স্মরনীয় করে রাখতে নির্বাচকরাও দল সাজানোর আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কথায় এমন সতর্কতা ও সাবধানীর আভাষ। আগে টেস্ট, না ওয়ানডে? তা নিয়ে খানিক সংশয় সৃষ্টি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য টেস্ট সিরিজই আগে হচ্ছে। প্রস্তুতি বা ট্যুর ম্যাচকে ব্র্যাকেটবন্দী করলে বাংলাদেশ-শ্রীলঙ্কার পূর্ণাঙ্গ সিরিজ শুরু হচ্ছে টেস্ট দিয়েই।
৭ মার্চ গলে শুরু প্রথম টেস্ট। তাই আগে টেস্ট দল ঘোষণা। সব কিছু ঠিক থাকলে আগামীকাল বিকেলেই টেস্ট স্কোয়াড ঘোষণা হওয়ার কথা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন এ তথ্য। এদিকে ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খানও আগামীকাল বিকেলে দল ঘোষণার কথা জানালেন।
আজ সন্ধ্যায় জাগো নিউজের সাথে আলাপকালে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জানান, নান্নু ভাইরা (প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন) আমাদের কাছে খেলোয়াড় তালিকা জমা দিলে অনুমোদন সেরে ওইদিনই দল ঘোষণা করা হবে।’
প্রধান নির্বাচকের দেয়া তথ্য অনুযায়ী সোমবার দুপুরের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের জন্য টেস্ট স্কোয়াড সাজানো হবে। দল হবে ১৬ জনের। যতদুর জানা গেছে, বিকেলে দল ঘোষণার আগে সকাল ১১টার দিকে নির্বাচকরা বৈঠকে বসবেন। সে বৈঠকেই দল চূড়ান্ত হবে।
কেমন হবে দল? কোন বড় ধরনের চমক থাকবে? নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টেস্ট দলে ছিলেন না, অথচ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দলভূক্ত হতে পারেন- এমন কেউ কি আছেন?
এমন প্রশ্ন রাখা হয়েছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে। তিনি সরাসরি কিছু বলেননি। তবে তার কথার সারমর্ম হল, দলে নতুন কোনো চমক নেই। নিউজিল্যান্ড সফরে ছিলেন, ভারত সফরও করে এসেছেন- এমন কারো বাদ পড়ার সম্ভাবনাও খুব কম।
তবে একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে, তাহলো ১৬ জনের দলে মুশফিকুর রহীম ছাড়াও একজন অতিরিক্ত উইকেটরক্ষক থাকবেন। তিনি কে? লিটন কুমার দাস? না নুরুল হাসান সোহান? এ প্রশ্নর জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, লিটন দাস। নুরুল হাসান সোহান নন কেন?
প্রধান নির্বাচকের ব্যাখ্যা, ‘আমরা টেস্টে নুরুল হাসান সোহানের কথা ভাবছি না। সোহানকে সীমিত ওভারের ফরম্যাটে বিকল্প ভাবছি।’
সেটা কেন? এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সোহানের ব্যাটিং টেকনিক ও অ্যাপ্রোচটা সীমিত ওভারের ফরম্যাটে যতটা কার্যকর, দীর্ঘ পরিসরের জন্য ততটা লাগসই নয়।’
প্রধান নির্বাচকের কথায় পরিষ্কার; নুরুল হাসান সোহানের জায়গা হচ্ছে না দলে। বিকল্প কিপার হিসেবে দলে থাকছেন লিটন কুমার দাস।
এআরবি/আইএইচএস/আরআইপি