আইপিএলের নিলাম বসছে সোমবার
ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লিগটিতে খেলতে মুখিয়ে বিশ্বের নামিদামি ক্রিকেটাররা। সংক্ষিপ্ত সংস্করণে নিজেকে প্রমাণের জায়গাও বটে। ভারতের বাইরে তথা বিদেশি খেলোয়াড়দের মধ্যে একাদশে জায়গা নিয়ে চলে লড়াই।
গত মৌসুমেই যেমন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান খুব কমই সানরাইজার্স হায়দরাবাদের একাদশে জায়গা পেয়েছেন। কেন উইলিয়ামসের সঙ্গে তার লড়াইটা ছিল চোখে পড়ার মতোই। শেষ পর্যন্ত মরগানকে তো ছেড়েই দিল হায়দরাবাদ। এবার ইংলিশ অধিনায়ককে ডাকা হবে নিলামে।
এবারের আইপিএলের নিলাম বসবে বেঙ্গালুরুতে। দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩৫১ জন ক্রিকেটার উঠতে চলেছেন নিলামে। সব ক’টি দলই তাদের নকশা করে ফেলেছে। নিজেদের প্রয়োজন অনুযায়ী ক্রিকেটারকে কিনবে ফ্রাঞ্জাইজি দলগুলো। আইপিএলের কাঙ্ক্ষিত সেই নিলাম বসছে আগামীকাল সোমবার।
এবারের আইপিএলের নিলামে বাংলাদেশের মোট ছয় ক্রিকেটার রয়েছেন। তারা হলেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান রুম্মন, এনামুল হক বিজয়, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। প্রত্যেকেরই ভিত্তি মূল্য ৩০ লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ৩৬ লাখ)। সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্স ও মোস্তাফিজুর রহমানকে সানরাইজার্স হায়দরাবাদ রেখে দিয়েছে।
এনইউ/আরআইপি