বৃহস্পতিবার থেকে শুরু জাতীয় দলের অনুশীলন
ভারতের বিপক্ষে এক টেস্টের সিরিজ খেলে দেশে ফেরার পর ক্রিকেটারদের ১০দিন বিশ্রাম দেয়া হয়েছে। দেখতে দেখতে সেই ১০ দিনের ছুটি প্রায় শেষ হয়ে এসেছে। আবারও ব্যস্ততা শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের। বৃহস্পতিবারই মাঠে নামছেন মুশফিক-মাশরাফিরা।
চলতি মাসের শেষেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম বাংলাদেশ। সফরে তিনটি ওয়ানডের সঙ্গে দুটি করে টি-টোয়েন্টি ও টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। সবচেয়ে বড় কথা এই সিরিজেই, কলম্বোতে শততম টেস্ট খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখেই আগামী বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) থেকে অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের।
শ্রীলঙ্কা সফরের জন্য আগামী সোমবার (২০ ফেব্রুয়ারি) দল ঘোষণা করার কথা রয়েছে। এরপর তাদের নিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হবে অনুশীলন ক্যাম্প। এছাড়া ইমার্জিং কাপের জন্য এইচপি স্কোয়াডের ২২ জন খেলোয়াড় নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হবে ২৫ ফেরুয়ারি।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সাংবাদিকদের বলেন, ‘দল প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ২০ তারিখ বিকেলে ঘোষণা করা হবে। তাদের অনুশীলন শুরু ২৩ ফেব্রুয়ারি। আর ওয়ানডে দলটা তৈরি করে ইমার্জিং কাপের স্কোয়াড দেব। ওদের অনুশীলন শুরু হয়ে যাবে ২৫ তারিখ থেকে।’
এইচপি স্কোয়াডের জন্য ইতোমধ্যেই ২২জন খেলোয়াড় চূড়ান্ত কর হয়েছে বলে জানান নান্নু। তারা প্রত্যেকেই অনূর্ধ্ব-২৩ দলের। ইমার্জিং কাপে চারজন করে জাতীয় দলের খেলোয়াড় খেলতে পারবে। তবে কোন চারজন সেখানে খেলবে তা এখনও চূড়ান্ত হয়নি। জাতীয় দলের স্বীকৃত ও প্রতিষ্ঠিত ভালো চারজন খেলোয়াড় এখানে দিতে পারবেন বলে আশা করছেন প্রধান নির্বাচক।
ভারত থেকে ঐতিহাসিক টেস্ট খেলে গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় ফেরে মুশফিকরা। এরপর ১০ দিনের ছুটিতে আছেন দলের অধিকাংশ খেলোয়াড়রা। তবে এর মধ্যে বেশ কিছু খেলোয়াড় খেলছেন বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। আগামীকাল থেকেই শুরু হচ্ছে বিসিএলের চতুর্থ রাউন্ড।
আরটি/আইএইচএস/আরআইপি