‘শ্রীলংকা সফরের জন্য প্রস্তুত মোস্তাফিজ’
ইনজুরির কারণে ভারতে খেলতে যেতে পারেননি। হায়দরবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ছিল অনেকটাই মোস্তাফিজের ঘরের মাঠ। এখানেই তিনি ম্যাচটা মিস করেছেন ম্যাচ খেলার জন্য শতভাগ ফিট নন বলে। এবার সামনে শ্রীলংকা সিরিজ। পূর্ণাঙ্গ এই সিরিজে মোস্তাফিজ থাকতে পারবেন কি না তা নিয়েও ভক্ত-সমর্থকদের মধ্যে সংশয় দেখা দিয়েছে।
যদিও এই সংশয় দু’দিন আগেই নিরসন করেছিলেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এবার তার সঙ্গে যোগ দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনিও জানিয়ে দিলেন, শ্রীলংকার পুরো সিরিজেই দলের সঙ্গে থাকবেন মোস্তাফিজ।
ভারত সিরিজ মিস করলেও মোস্তাফিজ ঘরোয়া ক্রিকেট খেলেছেন। বিসিএলে খেলেছেন দুটি ম্যাচ। সাউথ জোনের হয়ে উইকেট নিয়েছেন চারটি। নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন তিনি। এরপরই শ্রীলংকা সিরিজের জন্য বিবেচনার জন্য চলে আসেন তিনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘সেন্ট্রাল জোনের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সে যেভাবে বোলিং করেছে, তাতে আমি সত্যি বিস্মিত হয়েছি। আমার মনে হচ্ছে সে ছন্দ ফিরে পেয়েছে। সুতরাং, নিজেকে প্রমাণের জন্য বিসিএলে চতুর্থ রাউন্ডের ম্যাচ খেলার প্রয়োজন নেই আর তার।’
শ্রীলংকার বিপক্ষে টেস্ট দলে থাকছেন কি না মোস্তাফিজ সেটা পরিস্কার করেননি মিনহাজুল আবেদিন নান্নু। তবে এটা জানিয়ে দিয়েছেন, তিনি এই সিরিজে খেলতে প্রস্তুত। প্রধান নির্বাচক বলেন, ‘যখন টেস্ট দল ঘোষণা করা হবে, তখন হয়তো জানতে পারবেন সে টেস্ট দলে থাকছে না কি থাকছে না। তবে এটা নিশ্চিত, সে শ্রীলংকার বিপক্ষে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।’
ঢাকার এক ইংরেজি পত্রিকাকে মোস্তাফিজ নিজেও বলেছেন, তিনি ফিটনেস ফিরে পেয়েছেন এবং লম্বা স্পেলে বল করতেও প্রস্তুত এবং একই সঙ্গে ২৪ তারিখ থেকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ারও আশা করছেন, ‘পিঠে এখনও হালকা একটু অস্বস্তিবোধ করছি। এছাড়া সবকিছুই এখন ঠিক আছে। খুব সহজেই ৩১ ওভার বল করেছি। বিসিএলে ২ রাউন্ড খেলার কারণে যথেষ্ট আত্মবিশ্বাস ফিরে পেয়েছি যে, আমি দীর্ঘসময় ধরে বোলিং করতে পারবো।’
শ্রীলংকা সিরিজে খেলার জন্য পুরোপুরি আত্মবিশ্বাসী মোস্তাফিজ। তিনি বলেন, ‘আমি এখন শ্রীলংকা সিরিজের জন্য পুরো আত্মবিশ্বাসী। এখন বাকি সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের।’
আরটি/আইএইচএস/জেআইএম