ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শচীনের সেরা অধিনায়ক নাসির হুসেন

প্রকাশিত: ০৪:৩৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

ক্রিকেটের দীর্ঘ ক্যারিয়ারে বহু ম্যাচ খেলেছেন শচীন। কাছ থেকে দেখেছেন বিপক্ষ দলের অধিনায়কত্ব। আর তার চোখে বিপক্ষ দলের সেরা অধিনায়ক রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, ব্রায়ান লারা নন, তিনি ইংল্যান্ডের নাসির হুসেন। এই ক্রিকেটারের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘প্লেয়িং ইট মাই ওয়ে’তে নিজের দেখা সেরা অধিনায়ক হিসেবে নাসিরের নাম উল্লেখ করেন তিনি।

নাসির হুসেনের অধিনায়কত্বের প্রশংসা করতে গিয়ে শচীন বলেন, ‘যাদের বিপক্ষে খেলেছি, তাদের মধ্যে অধিনায়ক হিসেবে নাসির হুসেন ছিলেন সবচেয়ে ভালো। অধিনায়ক হিসেবে তিনি ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন। ব্যাটসম্যান কোনও বিশেষ শট খেলার পর, নাসির ফিল্ডিং সাজাতো না। বরং  ব্যাটসম্যান বিশেষ শট খেলার আগেই কোথায় কোনও ফিল্ডার রাখতে হবে, ও জানতো। সেই মতোই ফিল্ডিং সাজাতো।

এদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথেরও প্রশংসা করেন শচীন। তিনি বলেন, ‘২২ বছর বয়সে খারাপ সময় পাড় করছে এমন একটা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকাকে টেস্ট র্যাং কিংয়ের শীর্ষস্থানে নিয়ে আসাটা দারুণ ছিল স্মিথের জন্য।’ এ ছাড়া মাইকেল ক্লার্কের অধিনায়কত্বেরও প্রশংসা করেন শচীন।

এমআর/এমএস

আরও পড়ুন