বক্সারের ভূমিকায় ম্যারাডোনা! (ভিডিও)
খেলোয়াড়ি জীবন ছেড়ে কোচিংকে পেশা হিসেবে নিলেও সুবিধা করতে পারেননি ম্যারাডোনা। খেলোয়াড় ম্যারাডোনার ক্যারিয়ারের সাফল্যে ভরা থাকলে কোচ ম্যারাডোনাকে হাঁটতে হয়েছে উল্টো পথে। সাফল্য তো নেই, বরং একাধিকবার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়েছে তাঁকে।
তবে এবার তাঁকে নতুন ভূমিকায় দেখা যাচ্ছে। না ফুটবল মাঠে নেমে পড়ছেন না, বা কোচিংয়েও জড়াচ্ছেন না। বক্সিং অনুশীলন করছেন তিনি। প্রশিক্ষক এবং নিজের মাঝখানে একটা ডামি রেখে অনুশীলনের একটা ডিডিও পোস্ট করেছেন ম্যারাডোনা।
ভিডিওটিতে দেখা যাচ্ছে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার মানুষটি তাঁর থেকে উঁচু ডামির মুখে দু`হাত দিয়ে ঘুষি মারছেন। হঠাৎ করে বক্সিং অনুশীলন কেন করছেন ম্যারাডোনা, ভাবছেন তো? না বক্সিংয়ে নাম লেখাতে যাচ্ছেন না সাবেক আর্জেন্টাইন অধিনায়ক, এমনকি কারো সঙ্গে লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন না তিনি। বরং শরীর ঠিক রাখতেই নিয়মিত বক্সিং অনুশীলন করছেন `ফুটবল ঈশ্বর`।
এমআর/আরআইপি