শ্রীলঙ্কা সিরিজেই ফিরতে চান ইমরুল
টেস্ট ক্রিকেটে গত দুই বছরে বাংলাদেশে হয়ে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেট খেলে আসছিলেন ইমরুল কায়েস। তবে নিউজিল্যান্ডে প্রথম ইনিংসে হঠাৎ ইনজুরিতে পড়ে সফরের মাঝপথেই দেশে ফিরে আসেন তিনি। যদিও এরপর গিয়েছিলেন ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট খেলতেও; কিন্তু একই কারণে টেস্ট শুরুর আগেই সেখান থেকে ফিরতে হয় তাকে। তবে এবার শ্রীলংকার বিপক্ষে দলে ফিরতে মরিয়া বাংলাদেশ দলের এ ওপেনার।
বৃহস্পতিবার বিসিবির একাডেমি মাঠে অনুশীলন করেন ইমরুল। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি ভারত থেকে আসার পরে রিহ্যাব করেছি এবং গত দুই দিন যাবৎ ব্যাটিং ও রানিং করছি। আমার কাছে মনে হয়, তেমন কোন ব্যথা নেই, রানিং ও ব্যাটিংয়েও সমস্যা হচ্ছে না। আমি অনেক ভাল অনুভব করছি।’
নিউজিল্যান্ডে যেখানে ব্যাথা পেয়েছিলেন এবার ভারতে গিয়েও সেখানেই ব্যাথা পেয়েছেন ইমরুল। তবে এখন সম্পূর্ণ সুস্থ বলে দাবি করছেন। তবে ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট মিস করাকে নিজের দুর্ভাগ্য হিসেবে দেখছেন তিনি।
‘নিউজিল্যান্ডে গিয়ে যেখানে ব্যাথা পেয়েছিলাম আসার পরে রিহ্যাব করেছি এবং ভারত যাওয়ার আগে অনেকটাই সেরে উঠেছিলাস, ব্যাথা ছিল না। আবার ওখানেই ব্যাথা হয়েছে। এটা আমার দুর্ভাগ্য যে, শেষ দুটো টেস্ট ম্যাচ মিস করেছি। ভারতের সাথে টেস্ট মিস করা দুর্ভাগ্যই বলবো।’
আগামী রোববার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় পর্ব। নিজের আত্মবিশ্বাস ফিরে পেতে সেখানে খেলবেন ইমরুল, ‘আসলে অনেক দিন ঘরোয়া ক্রিকেট খেলা হয়নি। খেললে নিজের কাছেই নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়। ম্যাচে কতটুকু ফিট হতে পেরেছি সেটা আমি নিজেই জানতে পারবো। আশা করি এই ম্যাচটায় আমার জন্য অনেক কিছুই ইতিবাচক থাকবে; ব্যাটিং, ফিল্ডিং সব কিছু মিলে।’
বর্তমান সময়ে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে বলেই মনে করেন ইমরুল। নিউজিল্যান্ড ও ভারতে ফলাফল নিজেদের পক্ষে না আসলেও ইতিবাচক ক্রিকেটের কথা উল্লেখ করেন তিনি। এ ধারায় ক্রিকেট খেললে শ্রীলংকায় আরও ভালো ফলাফল আশা করছেন এ ওপেনার।
আরটি/আইএইচএস/পিআর