ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ইনিয়েস্তার চোখে বিভীষিকাময় এক রাত

প্রকাশিত: ০৩:১১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

মুদ্রার এপিঠ-ওপিঠ তো আছেই। বার্সেলোনাও দেখলো তা-ই। পিএসজির মাঠে খেলতে গিয়েছিল বড় আশা নিয়ে। কিন্তু দেশে ফিরতে হলো চরম হতাশা নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ফরাসি ক্লাবটির কাছে ৪-০ ব্যবধানে উড়ে গেছে বার্সা।

একটি গোলও শোধ দিতে পারেননি মেসি-নেইমার-সুয়ারেজরা। সেমিফাইনালে ওঠা যে বার্সার জন্য কঠিন হয়ে গেল; এটা বলা বাহুল্য। কী হলো বার্সার? যে পিএসজিকে প্রায়ই হারিয়ে আসছে; সেই দলটির কাছে এমন নাকানি-চুবানি খেতে হলো। এটা কখনও ভাবেনি বার্সা। খেলাধুলায় অনেক কিছুই তো হয়। তারই অংশ এটি।

পিএসজির কাছে এই হার বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার কাছে চরম ব্যর্থতার ও হতাশার। জানালেন, ‘এটা ছিল বিভীষিকাময় এক রাত। এই ম্যাচে ইতিবাচক কিছুই ছিল আমাদের। সবই নেতিবাচক। বিশেষ করে এই ফল (৪-০ ব্যবধানে হার)।’

প্রতিপক্ষ পিএসজির প্রশংসা করেন ইনিয়েস্তা। বলেন, ‘তাদের পারফরম্যান্স ছিল কার্যকর; সব কিছুইতেই। এই হারের ব্যাখ্যা নেই আমার কাছে। এখন দ্বিতীয় লেগ নিয়েই ভাবতে হবে। স্কোরবোর্ডে তাদের কাছাকাছি যেতে হবে।’

এনইউ/আরআইপি

আরও পড়ুন