ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার খেলাধুলার পৃষ্ঠপোষকতায় নভোএয়ার

প্রকাশিত: ১২:২৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

সামাজিক দায়বদ্ধতা থেকে এবার খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করছে দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। দেশি-বিদেশি ফুটবল ক্লাবগুলো নিয়ে শুরু হতে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ-২০১৭ এর এয়ারলাইন পার্টনার হয়েছে দেশের শীর্ষস্থানীয় এই বিমান সংস্থাটি।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। দ্বিতীয়বারের মত আয়োজিত এ প্রতিযোগীতায় দেশের তিনটি ও বিদেশি পাঁচটি ক্লাব দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে।

বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে রয়েছে- ঢাকা আবাহনী লিমিটেড, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও চট্টগ্রাম আবাহনী লিমিটেড।

বিদেশি ক্লাবগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়ার পচেয়ন সিটিজেনস এফসি, কিরগিজস্তানের এফসি আলগা বিশকেক, আফগানিস্তানের শাহিন আসমায়ী, নেপালের মানাং মার্সিয়াংদি ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব।

এ বিষয়ে নভোএয়ার বলছে, সামাজিক দায়িত্ববোধ থেকেই সব সময়ই নানা ধরনের খেলাধুলার পৃষ্ঠপোষকতা করে আসছে। সেই ধারাবাহিকতায় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ-২০১৭ জমজমাট ও আকর্ষণীয় এ আয়োজনে সম্পৃক্ত হয়েছে নভোএয়ার।

আরএম/আরএস/এমএস