টাইগারদের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট প্রধান নির্বাচক নান্নু
ভারতের মাটিতে প্রথম টেস্টে কেমন খেললো মুশফিকের দল? বোলিং, ফিল্ডিং, ব্যাটিং ও ক্যাচিং কেমন ছিল? অ্যাপ্রোচ-অ্যাপ্লিকেশন ও পারফরম্যান্স কেমন ছিল? শেষ পর্যন্ত যে ফলটা হলো তা কি সন্তোষজনক, না হতাশার? এর চেয়ে আরও ভালো কিছু হতে পারতো কি? কাল বিকেল নামতে মুশফিক বাহিনী হারার পর থেকে সারা দেশে নানা প্রশ্ন।
গুঞ্জন। জল্পনা-কল্পনা। আজও দেশের অন্যতম আলোচিত ইস্যু ছিল হায়দরাবাদ টেস্ট। এ ম্যাচের অ্যাপ্রোচ-অ্যাপ্লিকেশন ও পারফরম্যান্স এবং ফল নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া দেশে। এক পক্ষের কথা, সব কিছু বিচার বিশ্লেষণে মুশফিকের দল খারাপ খেলেনি। ভারতের মাটিতে ভারতীয়রা অনেক শক্তিশালী। বিরাট কোহলি, মুরালি বিজয়, অাজিঙ্কা রাহানে, চেতেশ্বর পুজারার সাজানো ব্যাটিং লাইন-আপ সময়ের অন্যতম সেরা।
পেস ও স্পিন বিভাগটা ধারালো। বৈচিত্রে ভরা। সুইং মাস্টার ভুবনেশ্বরের সাথে গতি ও ম্যুভমেন্ট কাজে লাগানোয় বিশেষ পারদর্শী উমেশ যাদব ও ইশান্ত শর্মা এবং দুই কোয়ালিটি ও বিশ্বমানের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সমন্বয়। যারা সবাই শুধু মেধাবী-ই নন, অনেক ভালো খেলার সামর্থ্য বেশি থাকার পাশাপাশি দীর্ঘ পরিসরের ক্রিকেটে রীতিমতো হাত পাকানো।
কখন কোন অবস্থায় কোন সেশনে কী করতে হবে? অ্যাপ্রোচ-অ্যাপ্লিকেশন কেমন হবে? এগুলো তাদের খুব ভালো জানা।
আর তেমন এক অভিজ্ঞ, পরিণত ও এবং কুশলী দলের সাথে তাদের হোম কন্ডিশনে পাঁচ দিন পর্যন্ত টিকে থাকা আসলেই হেলাফেলার বিষয় নয়। রীতিমতো প্রশংসা পাওয়ার মতো।
তাই অনেকেই টাইগারদের প্রাপ্তির ভাণ্ডারকে শূন্য ভাবতে নারাজ। তাদের কথা, টাইগাররা ভালোই খেলেছেন। আর এক পক্ষ বলছেন, নাহ, আরও ভালো করা যেতো। সব হিসেব ও সমীকরণে ভারতীয়রা অনেক এগিয়ে থাকলেও উইকেট ততো কঠিন ছিল না।
ভারতীয়রাও যে আহামরি খেলেছে, তা নয়। বিরাট কোহলির দল ভালো খেলেছে অবশ্যই। কিন্তু বিপরীতে মুশফিক বাহিনী সামর্থ্যে সেরাটা উপহার দিতে পারেনি। টাইগারদের বোলিং, ফিল্ডিং, ক্যাচিং এবং ব্যাটিং প্রত্যাশিত মানের হয়নি।
বোলাররা জায়গামতো ও পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী বল করতে পারেননি।
ক্যাচ ড্রপ, স্ট্যাম্পিং আর রান আউটের সুযোগ নষ্ট হয়েছে বেশ কিছু। তার সাথে যোগ হয়েছে ছন্নছাড়া ব্যাটিং। ব্যাটসম্যানরা ধৈর্য ও মনোযোগ-মনোসংযোগ নিয়ে খেলতে পারলে যা হয়েছে তার চেয়ে আরও খানিকটা ভালো হতো। এমনকি ড্র করাও অসম্ভব ছিল না।
তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু প্রথম পক্ষে। জাতীয় দলেরর এ সাবেক অধিনায়কের কথা, ‘ভারত শুধু র্যাংকিংয়ের এক নম্বর দল নয়। ঘরের মাঠে টেস্টে দুর্দান্ত দল। প্রতিপক্ষ হিসেবে খুবই কঠিন। এমন এক দলের সাথে ৫ দিন টিকে থাকা, কম নয়। আমি তাই সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট।’
প্রধান নির্বাচক মনে করেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা ভারত তথা বিশ্ব ক্রিকেটের দুই অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে বেশ ভালোভাবেই সামলেছে। এটা তার কাছে খুব ভালো লেগেছে এমন জানিয়ে মিনহাজ বলেন, ‘ভারতের মাটিতে অশ্বিন ও জাদেজাকে খেলা সহজ কাজ নয়। কিন্তু আমাদের ছেলেরা মোটামুটি স্বচ্ছন্দেই খেলেছে। তাদের ভালোই সামলেছে। এমনকি তাদের মন-মানসিকতাও ছিল ভালো।’
এনইউ/পিআর