ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শুভ জন্মদিন তাসকিন

প্রকাশিত: ০৮:০৭ পিএম, ০২ এপ্রিল ২০১৫

তাকে বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনাময় উদীয়মান খেলোয়াড় মনে করেন অনেকে। নিজের ক্রীড়ানৈপুণ্য দিয়ে তিনি এরইমধ্যে জয় করে নিয়েছেন অগণিত ক্রিকেটভক্তের মন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই ফাস্ট বোলার তাসকিন আহমেদ আজ পা দিলেন ২০ এর কোঠায়।

১৯৯৫ সালের এই দিনে ঢাকায় জন্ম তাসকিনের। ডাক নাম তাজিম।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার আগেই তরুণদের মধ্যে তুমুল সাড়া ফেলে দেন তাসকিন। ২০১২ তে ইংল্যান্ডের বিপক্ষে অনুর্ধ্ব ১৯-এ দুর্দান্ত পারফর্মেন্সের ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায়। রাতারাতি এই তরুণের ব্যাপারে উৎসুক হয়ে ওঠেন ক্রীড়ামোদীরা।

ঢাকা ক্রিকেট একাডেমি’র সাবেক ছাত্র তাসকিনের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে অক্টোবর, ২০১১-তে ঢাকা মেট্রোপলিশের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে। ব্যক্তিগত দ্বিতীয় টুয়েন্টি২০ খেলায় চিটাগং কিংসের হয়ে অংশগ্রহণ করে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ৩১ রানে ৪ উইকেট লাভ করেন ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। নিয়মিতভাবে ঘন্টায় ১৪০ কিলোমিটার গতিতে বোলিংয়ে পারদর্শী তিনি।

এপ্রিল, ২০১৪-তে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টোয়েন্টি২০ প্রতিযোগিতার সুপার টেন পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে টোয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। ২০১৪ সালে ভারতের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়্‍। খেলায় তিনি ৫ উইকেট লাভ করেন। একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে তিনি অভিষেক ওয়ানডেতে ৫ উইকেট নেন।

২০১৫ সালেরক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের লক্ষ্যে বিসিবি বাংলাদেশ দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে তিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। ৫ মার্চ, ২০১৫ তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ৪র্থ খেলায় তিনি ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। ঐ খেলায় বাংলাদেশ দল বিশাল রান তাড়া করে ৬ উইকেটের কৃতিত্বপূর্ণ জয়লাভ করে।

প্রতিভাবান এই তরুণ ক্রিকেটারের নারী ভক্তের সংখ্যাও উল্লেখযোগ্য। বিশ্বকাপ সফরে সেই পরিধি বেড়েছে আরো অনেকখানি।

বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ তাসকিন আহমেদকে তার ২০তম জন্মদিনে জাগো নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা।

এসআরজে