ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুশফিকের অটোগ্রাফ শিকারী অশ্বিন

প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনই রেকর্ডটা গড়ে ফেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে দ্রুততম বোলার হিসেবে ২৫০ উইকেট নেয়ার রেকর্ড এখন তার দখলে। ৪৫ টেস্টে ২৫০ উইকেটের মাইলফলকটি অশ্বিন ছুঁয়েছিলেন মুশফিকের উইকেট তুলে নিয়েই। বাংলাদেশ দলের প্রথম ইনিংসের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছিলেন মুশফিকই।

sohelসেই অশ্বিন নিজের এই অনন্য অর্জনকে স্মরণীয় করে রাখতে শিকারের কাছ থেকেই স্মারক নিলেন। মুশফিককে যে বলটি দিয়ে আউট করেছিলেন, সেই বলেই বাংলাদেশ দলের অধিনায়কের অটোগ্রাফ নিয়ে রাখলেন তিনি।

হায়দরাবাদ টেস্টের শেষ দিন ম্যাচ এবং পুরস্কার বিতরণী শেষে দু’দলের ক্রিকেটাররা যখন ড্রেসিং রুমে ফিরছিলেন, তখনই অশ্বিন এগিয়ে এসে মুশফিকের সামনে দাঁড়ান অটোগ্রাফ নেয়ার জন্য। মুশফিকও হেসে অশ্বিনের আবদার মেটালেন। সংবাদ সম্মেলনের পর সেটি নিজেই জানালেন মুশফিক। বললেন, ‘২৫০ উইকেট নেয়া বলেই অটোগ্রাফ নিয়েছিলেন অশ্বিন।’

braverdrink
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৮৮ রানের মধ্যে মুশফিক অসাধারণ এক সেঞ্চুরি হাঁকান। অশ্বিন-জাদেজাদের মোকাবেলা করে শেষ পর্যন্ত করেন ১২৭ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে অশ্বিনের বলেই আউট হন তিনি। ওই সময়ই ২৫০ উইকেটের মাইলফকে পৌঁছান অশ্বিন।

আইএইচএস/এনইউ/পিআর

আরও পড়ুন