ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের নতুন স্পিন কোচ সুনীল যোশি

প্রকাশিত: ১০:৩১ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

রুয়ান কালপাগে চলে যাওয়ার পর থেকেই নতুন স্পিন কোচের খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঝে স্পিন কোচ হিসেবে অনেক নামি তারকার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত বাংলাদেশের স্পিন কোচ হয়ে আসছেন এক ভারতীয়; সুনীল যোশি। এ সাবেক বাঁ-হাতি স্পিনারই হচ্ছেন নতুন স্পিন কোচ। বৃহস্পতিবার রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

কর্নাটকের ৪৬ বছর বয়সী যোশি ১৫টি টেস্ট ও ৬৯টি একদিনের ম্যাচ খেলেছেন ভারতের হয়ে। বল হাতে বাংলাদেশের বিপক্ষে আহামরি পারফরম্যান্স না থাকলেও ব্যাট হাতে টেস্টে যোশির সবচেয়ে বড় ইনিংসটি টাইগারদের বিপক্ষে। ২০০০ সালের নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের অভিষেক টেস্টে ৯২ রানের ইনিংস খেলেছিলেন।

এছাড়া নব্বই দশকের মাঝামাঝি ঢাকার ক্লাব ক্রিকেটে খেলে গেছেন এ বাঁ-হাতি স্পিনার কাম লেট অর্ডার। এখন যিনি  বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, সেই খালেদ মাহমুদ সুজন যখন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক তখন প্রিমিয়ার লিগে সেই দলের হয়ে এক মৌসুমে কয়েকটি ম্যাচ খেলে গেছেন এই ভারতীয়।

খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, জাতীয় দলের পাশাপাশি এ` দল এবং হাই পারফরম্যান্স ইউনিটে স্পিন কোচ হিসেবে দেখা যাবে যোশিকে।

এআরবি/এনইউ/পিআর

আরও পড়ুন