ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রীতি ম্যাচে মেসি বিহীন আর্জেন্টিনার জয়

প্রকাশিত: ০৪:০৮ এএম, ০১ এপ্রিল ২০১৫

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার প্রস্তুতিটা ভালো ভাবেই সেরে নিল আর্জেন্টিনা। তবে পুরোপুরি ফিট না থাকায় এদিনও মাঠে নামেননি আর্জেন্টিনার তারকা খেলোয়াড় মেসি।

মেসিকে ছাড়াই প্রীতি ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধের ৬ মিনিটের মাথায় ম্যানচেস্টার সিটির তারকা সার্জিও আগুয়েরো গোল করলে লিড পায় আর্জেন্টাইনরা। তবে,  ম্যাচের ২৪ মিনিটে বোলানোসের গোলে সমতায় ফেরে ইকুয়েডর। প্রথমার্ধে বাকি সময়ে আর্জেন্টিনা সহজ কিছু সুযোগ নষ্ট করলে  ১-১ গোলের সমতা নিয়েই বিরতিতে যায় বিশ্বকাপের রানার্সআপরা।

বিরতির পর ফিরে ম্যাচের ৪৯তম মিনিটে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা। তবে, আগুয়েরো আর ডি মারিয়ার এ প্রচেষ্টা ব্যর্থ হয়। ৫৫ মিনিটেও ডি মারিয়া আরেক বার গোলের সুযোগ নষ্ট করেন।

তবে, ৫৮ মিনিটের মাথায় ঠিকই গোলের দেখা পায় আর্জেন্টাইনরা। প্যারিস সেইন্ট জার্মেইনের তারকা জাভিয়ের পাস্তোর গোল করলে আবারো লিড নেয় আর্জেন্টিনা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টাইনরা।

এমআর/আরআইপি