ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আম্পায়ারিং নিয়ে আইসিসি`র কাছে আপত্তি জানালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ৩১ মার্চ ২০১৫

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের ব্যাপারে আইসিসি`র কাছে আপত্তি জানিয়েছে বাংলাদেশ।

১৯ মার্চ মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে বিতর্কিত আম্পায়ারিং-এ ক্ষুব্ধ হয় বাংলাদেশের সমর্থকসহ, দেশি-বিদেশি ক্রিকেটবোদ্ধা, এমনকি বিসিবিও।

এর পরেও গঠনতন্ত্রের নিয়ম ভেঙে ফাইনালের মঞ্চে সভাপতি মোস্তফা কামালের বদলে পুরস্কার তুলে দেন আইপিএলের ফিক্সিঙে নাম জড়ানো চেয়ারম্যান শ্রী নিবাসন।

এ সম্পর্কে বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, `যথাযথ নিয়ম মেনেই আমরা আমাদের উদ্বেগের বিষয়টি আইসিসিকে জানিয়েছি। যেসব বিষয়ে আমাদের পর্যবেক্ষণ ছিল সেগুলো আমরা উল্লেখ করেছি। এগুলোর মধ্যে কিছু সিদ্ধান্ত আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়েছে যা আমরা তাদেরকে জানিয়েছি। এছাড়া যেকোনো আন্তর্জাতিক ম্যাচের প্রত্যেকটি সিদ্ধান্ত খেলার পরে ‌একটি রিভিউ করে দেখা হয়। আইসিসিও আমাদেরকে জানিয়েছে তারা রিভিউ করে বিষয়টি সম্পর্কে আমাদেরকে জানাবেন।`

কিন্তু ক্রিকেটের প্রভাবশালী শ্রী নিবাসনের ব্যাপারে সতর্ক অবস্থানেই থাকছে বিসিবি।

এসআরজে