ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

‘কোহলি-অশ্বিন নয়, ভারতের পুরো দলের বিপক্ষেই খেলবো’

ইমাম হোসাইন সোহেল | প্রকাশিত: ১১:১৬ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

ভারত এ মুহূর্তে বিশ্বের এক নম্বর টেস্ট দল। তার ওপর নিজেদের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। নিঃসন্দেহে তারা এই ম্যাচে টপ ফেবারিট। সম্প্রতি নিজেদের মাটিতে তারা ইংল্যান্ডকে বিধ্বস্ত করে ছেড়েছে। ৪০০ কিংবা সাড়ে চারশ’র বেশি রান করার পরও ইংল্যান্ডকে তারা হারিয়েছে ইনিংস ব্যবধানে। অধিনায়ক বিরাট কোহলি আর অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের একার হাতেই বিধ্বস্ত হচ্ছে ভারতে আসা সফরকারী দলগুলো।

sohelহায়দরাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ কেমন করবে ভারতের সামনে? এ প্রশ্ন এখন দুই দেশের ক্রিকেট মহলে; সাধারণ দর্শকের মনেও। একই সঙ্গে প্রশ্ন উঠেছে, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনকে কীভাবে সামলাবে বাংলাদেশ? ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠেছে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহীমের কাছেও। জিজ্ঞাসা করা হয়েছে, বিরাট কোহলি আর রবিচন্দ্রন অশ্বিন, কে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি?

হেসে জবাব দিলেন মুশফিকুর রহীম। কূটনৈতিক ভঙ্গিতে বলার চেষ্টা করলেন। জানিয়ে দিলেন, একজন কিংবা দুজনের বিপক্ষে তো নয়, আমরা খেলবো পুরো ভারতীয় দলের বিপক্ষেই। মুশফিক বললেন, ‘বিরাট কোহলি আর রবিচন্দ্রন অশ্বিন নিঃসন্দেহে বিশ্বের সেরা দুজন ক্রিকেটার। তারা যেকোনো দলের জন্যই হুমকি। যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেয়ার সামর্থ্য রাখেন এ দুজন।’

এটা ব্যক্তিগত লড়াই নয়, দলীয় লড়াই। বিষয়টা স্মরণ করিয়ে দিয়ে মুশফিক বললেন, ‘নিঃসন্দেহে তারা দুজন ভালো ক্রিকেটার। আমরা তাদের ভালোভাবে মোকাবেলা করার চেষ্টা করবো। তবে এটা তো দলীয় খেলা। শুধুমাত্র কোহলি আর অশ্বিনের বিপক্ষে খেলবো না। আমাদের খেলতে হবে পুরো ভারতীয় দলের বিপক্ষেই। এই দলটি এখন বিশ্বসেরা। প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। পূজারা, বিজয়, রাহুল, রাহানে, নায়ার থেকে শুরু করে যে কেউ ভালো খেলতে পারে। স্পিনে শুধু অশ্বিনই নয়, রবীন্দ্র জাদেজা আছে। পেসার আছে। তাদের যে কেউ জ্বলে উঠতে পারে। সুতরাং আমাদের পুরো দলের বিপক্ষেই খেলার জন্য পরিকল্পনা সাজাতে হবে।’

braverdrink

তবুও কোহলি আর অশ্বিনের কথা আলাদা আলাদা উল্লেখ করতেই হলো মুশফিককে, ‘নিজেদের মাটিতে অশ্বিন আর কোহলির পারফরম্যান্স দুর্দান্ত। নিজেদের মাটিতে খুবই ভালো পারফরমার। কোহলিকে যদি দ্রুত আউট করা যায় কিংবা অশ্বিনের বলে যদি উইকেট না দিয়ে ভালো খেলে যেতে পারি, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য অনেক ভালো।’

আইএইচএস/এমআর/এমএস

আরও পড়ুন