ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আজ কার বিদায়, অ্যাটলেটিকো নাকি বার্সার?

প্রকাশিত: ১১:৪২ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

রিয়াল মাদ্রিদ বিদায় নিয়েছে আগেই। কোপা দেল রে`তে তাই লস ব্লাঙ্কসদের নিয়ে আলোচনা নেই। তবে মাদ্রিদের আরেক শক্তিশালী ক্লাব অ্যাটলেটিকো এখনও টিকে আছে লড়াইয়ে। সেমিফাইনালে দিয়েগো সিমিওনের দলের প্রতিপক্ষ বার্সেলোনা।

প্রথম লেগ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে ক্যালদেরনে ২-১ ব্যবধানে জয় নিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে বার্সা। তবে এখনই নিশ্চিত করে বলা যায় না যে, মেসি-নেইমার-সুয়ারেজরা অনেক এগিয়ে। কারণ ফুটবল তো অনিশ্চিয়তার খেলা!

ঘরের মাঠে লুইস এনরিকের বার্সেলোনা বড় ভয়ঙ্কর। তার ওপর মেসি-সুয়ারেজরা জ্বলে উঠলে তো কথাই নেই। (এই ম্যাচে খেলতে পারছেন না নেইমার। নিষেধাজ্ঞার কবলে রয়েছেন এই ব্রাজিলিয়ান।) এছাড়া একসময় অ্যাটলেটিকোর হয়ে মাঠ কাঁপানো খেলোয়াড় আরতা তুরান এখন খেলছেন বার্সায়।

সুতরাং ক্যাম্প ন্যুতে আজ কঠিন পরীক্ষাই দিতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদকে। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ২টায়। এই ম্যাচেই ফাইনালিস্ট নির্ধারিত হবে। তাই প্রশ্ন থেকে যায়- আজ কার বিদায়, অ্যাটলেটিকো নাকি বার্সার? আবার কে পাবে ফাইনালের টিকিট? সময়ই অবশ্য সব বলে দেবে।

এদিকে সাবধানে পা ফেলতে হবে বার্সাকেও। অ্যান্তোনিও গ্রিজমান, কোকে, ফার্নান্দো তোরেসরাও ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন। যদিও গত পাঁচ ম্যাচের লড়াইয়ে বার্সা অবশ্য এগিয়ে রয়েছে। তিন ম্যাচে জিতেছে এনরিকের দল; হেরেছে একটিতে, অপর ম্যাচটি ড্র হয়েছে।

এনইউ/জেআইএম

আরও পড়ুন