ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মিরাজের বিপক্ষে খেলার অপেক্ষায় পুজারা

প্রকাশিত: ১০:৪৪ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭

ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মেহেদী হাসান মিরাজ। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন। দ্বিতীয় টেস্টে তার ১২ উইকেটে ভর করেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় পায় বাংলাদেশ।

মাত্র ১৯ বছর বয়সেই যা করে দেখিয়েছেন মিরাজ, তাতে মুগ্ধ গোটা ক্রিকেট দুনিয়া। ইংলিশদের বিপক্ষে বাংলাদেশি এই স্পিনারের কীর্তি টেলিভিশনে দেখেছেন চেতেশ্বর পুজারা। তাই মিরাজকে নিয়ে এখনই মন্তব্য করতে চান না ভারতীয় এই ব্যাটসম্যান; মন্তব্য করবেন তার বিপক্ষে খেলেই। বাংলাদেশি এই বিস্ময় বালকের বিপক্ষে খেলার অপেক্ষায় পুজারা।

মিরাজের প্রশংসা করে পুজারা বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে তার (মিরাজ) বোলিং আমি দেখেছি। দারুণ বোলার সে। তার বিপক্ষে খেলার পর বুঝতে পারবো; সে কতটা ভালো বোলিং করে। ইংল্যান্ডের বিপক্ষে যে উইকেট বোলিং করেছে, সেই উইকেট অবশ্য স্পিন-বান্ধব ছিল। উইকেটে টার্ন ছিল অনেক। দুই টেস্টেই ভালো বোলিং করেছে।’

braverdrink

মিরাজকে নিয়ে এখনই মন্তব্য নয়; খেলা শেষেই সেই মন্তব্য করবেন বলে জানান পুজারা, ‘ইংল্যান্ডের বিপক্ষে মিরাজ ভালো বোলিং করেছে, তা আমি টেলিভিশনে দেখেছি। আর টেলিভিশনে খেলা দেখে তার বোলিং নিয়ে এখনই মন্তব্য করতে চাই না। যখন তাকে মোকাবেলা করবো; তখন অনেক মন্তব্যই করতে পারবো।’

এনইউ/এমএস

আরও পড়ুন