ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জোড়া সেঞ্চুরিতে লিড পেলো ভারত

প্রকাশিত: ০৬:৩৩ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭

রেয়াশ আইয়ারের পর প্রিয়ঙ্ক পাচালের সেঞ্চুরির উপর ভর প্রস্তুতি ম্যাচে লিড পেয়েছে ভারত `এ` দল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত দলের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৪৩ রান। প্রিয়ঙ্ক পাচাল ১০৩ আর ইশাঙ্ক জাগ্গি ১৮ রান নিয়ে ব্যাট করছে। এখন বাংলাদেশের চেয়ে ১৯ রানে এগিয়ে আছে স্বাগতিক শিবির।  

আগের ২২৪ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের জবাব দিতে নেমে প্রিয়াঙ কিরিত পানচাল আর অধিনায়ক অভিনব মুকুন্দ দারুণ সূচনা এনে দেন ভারতীয় ‘এ’ দলকে। যদিও তাদের এই ৪১ রানের জুটিতে আঘাত হানতে সক্ষম হন শুভাশিস রায়। ১৬ রান করে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

এরপর দিনের বাকি সময়টা অনায়াসেই পার করে দিলেন পানচাল আর শ্রেয়াস আইয়ার। এ দু’জন মিলে গড়েন ৫০ রানের জুটি। ৪০ রান করে দিন শেষে অপরাজিত রয়েছেন পানচাল। আর ২৯ রান করে অপরাজিত রয়েছেন শ্রেয়াশ আইয়ার।

দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের উপর চড়াও হয়ে দ্রুত সেঞ্চুরি তুলে নেন শ্রেয়াশ আইয়ার। ১০০ রান করে স্বেচ্ছায় সাজঘরে ফিরে যান এই তারকা। আইয়ারের পর সেঞ্চুরির দেখা পান পাচাল।   

এর আগে দুই ম্যাচ টেস্টের প্রথম দিন ভারতীয় বোলাদের সামনে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশি ব্যাটসম্যানরা। তামিম ইকবাল আর ইমরুল কায়েস মিলে উপহার দিলেন মাত্র ১৭ রান। ১৩ রান করে আউট হন তামিম আর ইমরুল আউট হন ৪ রান করে। তৃতীয় উইকেটে মুমিনুল হক আউট হয়ে যান ৫ রান করে।

braverdrink

টপ অর্ডারে এই সেরা তিন ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন সৌম্য সরকার। ৭৩ বলে ৫২ রান করেন তিনি। মাহমুদউল্লাহ করেন ২৩ রান। তবে সাব্বির রহমান আর মুশফিকুর রহীম মিলে ভালো রান যোগ করে দেন। এ দু’জন মিলে ৭১ রান যোগ করেন। ১০৬ বলে ৫৮ রান করেন মুশফিকুর রহীম।

৬৮ বলে ৩৩ রান করেন সাব্বির রহমান। লিটন দাস অপরাজিত থাকেন ৩৫ বলে ২৩ রান করেন। মেহেদী হাসান মিরাজ আউট হন শূন্য রানে। শেষ পর্যন্ত ৬৭ ওভার ব্যাট করে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

এমআর/এমএস

আরও পড়ুন