সৌম্যের ব্যাটে রান
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচে মাঠে নামার আগে হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে ভারত `এ` দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। নিজেদের ঝালিয়ে নেওয়ার এ ম্যাচে রানের দেখা পেয়েছেন টাইগারদের তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার। তুলে নিয়েছেন অর্ধশত।
দীর্ঘ দিন ধরেই রানে ছিলেন না সৌম্য। এরপরও তার ওপর আস্থা হারায়নি দল। নিউজিল্যান্ড সফরে সিরিজের শেষ টেস্টে দলে জায়গা পেয়ে নিজের নামের প্রতি সুবিচার করেন বাঁহাতি এই তারকা। দ্বিতীয় টেস্টে হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন সৌম্য। প্রথম ইনিংসে খেলেন ৮৬ রানের দুর্দান্ত এক ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৩৬ রান।
এদিকে একমাত্র প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই বিদায় নেয় ইমরুল কায়েস (৮)। দলীয় ২২ রানে সিভি মিলিন্দ বলে হার্ডিক পান্ডিয়াকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ইমরুলের বিদায়ের পর খুব বেশি সময় উইকেটে থাকতে পারেননি আরেক ওপেনার তামিম ইকবাল। অঙ্কিত চৌধুরীর বলে ব্যক্তিগত ১৩ রানে বোল্ড হয়ে ফিরে যান দেশসেরা এই ওপেনার।
দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন সৌম্য। তবে সৌম্যকে খুব বেশি সময় সঙ্গ দিতে পারেননি টাইগারদের টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান মুমিনুল। অঙ্কিত চৌধুরীর বলে ব্যক্তিগত ৫ রানে সাজঘরে ফিরে যান এই তারকা। এদিকে প্রস্তুতি ম্যাচ হওয়ায় ১৬ জন খেলোয়াড়কে দলে রাখা হয়েছে। একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামার আগে তাই সবাই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল :
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, শুভাশীষ রায়, আবু জায়েদ রাহী।
এমআর/এমএস