ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রীতি ম্যাচে ব্রাজিলের জয়

প্রকাশিত: ০২:১৫ এএম, ৩০ মার্চ ২০১৫

বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে পুরো ব্রাজিল যখন শোকাচ্ছন্ন, ঠিক তখন ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন দুঙ্গা। তাঁর অধীনে একের পর এক সাফল্য পেয়ে চলা ব্রাজিল রোববার লন্ডনে এক প্রীতি ম্যাচে ১-০ গোলে হারিয়েছে চিলিকে। দুঙ্গা দ্বিতীয়বার কোচের দায়িত্ব নেওয়ার এ নিয়ে আট ম্যাচের আটটিতেই জয় পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

রোববার আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সহজে জিততে পারেনি পেলের দেশ। শুরু থেকেই দু দলের ডিফেন্ডারদের ফাউল করার প্রবণতা বার-বার খেলার গতিতে ব্যাঘাত ঘটিয়েছে। ব্রাজিল অধিনায়ক নেইমারই সবচেয়ে বেশি ফাউলের শিকার হন।

আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও প্রথমার্ধে গোলের দেখা না পাওয়ায় বিরতির পর বেশ কয়েক জনকে বদলি হিসেবে নামান দুঙ্গা। ৭২ মিনিটে দানিলোর পাস ধরে দুঙ্গার দলের জয়সূচক গোলদাতা রবার্তো ফিরমিনো।

কোচ দুঙ্গার দ্বিতীয় মেয়াদের আট ম্যাচে ব্রাজিল গোল করেছে ১৮টি, আর খেয়েছে মাত্র দুটি। বিশ্বকাপের দুঃস্বপ্ন পেছনে ফেলে সত্যিই দুর্বার গতিতে এগিয়ে চলেছে সেলেসাও’রা।

এমআর/এমএস