ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মামুনুলকে নিতে চায় ইন্দোনেশিয়ার ক্লাব

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

একদিন আগের খবর-জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ডাক পেয়েছেন দুবাইয়ের ক্লাব রোসোনারি থেকে। সব কিছু ঠিকঠাক থাকলেই মধ্যপ্রাচ্যের ক্লাবটিতে চলে যাবেন বাংলাদেশের ‘গোলকন্যা’। এবার আলোচনায় পুরুষ জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। তার সামনেও বিদেশের লিগে খেলার হাতছানি। ইন্দোনেশিয়ার একটি ক্লাব নিতে চায় বাংলাদেশের এ অভিজ্ঞ মিডফিল্ডারকে। বৃহস্পতিবার রাতে জাগো নিউজকে জানিয়েছেন চট্টগ্রাম আবাহনীর এ ফুটবলার।

‘দিন দশেক আগে এ প্রস্তাব দিয়েছেন ওই দেশের একজন এজেন্ট। তিনি জানতে চেয়েছেন-আমি ইন্দোনেশিয়া লিগে খেলতে আগ্রহী কিনা। ওই ক্লাবের সভাপতি নাকি আমার সঙ্গে আলোচনা করতে বলেছেন তাকে। আমার বায়োডাটা ও খেলার ভিডিও দেখেছেন ক্লাবটির সভাপতি। এজেন্টকে বলেছি-আমার আগ্রহ আছে। বাংলাদেশে সর্বশেষ কত টাকা পেয়েছি এবং এখন কত দিতে হবে জানিয়ে দিয়েছি। এজেন্ট বলেছেন, ক্লাব সভাপতির সঙ্গে আলোচনা করে আমাকে জানাবেন।’

বিদেশি লিগে অবশ্য মামুনুল নতুন নন-এর আগে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) ছিলেন অ্যাটলেটিকো ডি কলকাতায়। যদিও কোনো ম্যাচ খেলা হয়নি তার। খেলাকে গুরুত্ব দিয়েই ইন্দোনেশিয়া লিগে যেতে আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশ ও চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক। ‘কথাবার্তা চলছে। এখনতো এশিয়ার দলবদলের উইন্ডো ওপেন। ভাগ্যে থাকলে যাবো। দেখি শেষ পর্যন্ত কি হয়’-বলেছেন মামুনুল ইসলাম।

বাংলাদেশে যে পারিশ্রমিক পেতেন তার চেয়ে বেশি না হলে কি খেলবেন ওই ক্লাবে? ‘বেশি না, কিছু কম হলেও খেলবো। আমি বুঝিতো কি পরিমান টাকা হলে আমার যাওয়া উচিত। তাছাড়া আমি ওখানে খেলতে চাই। নিজেকে প্রমান করতে চাই বিদেশি লিগে গিয়ে। কারণ বাংলাদেশে আমরাতো এখন আর প্লেয়ার না। বিদেশি লিগে গিয়ে যদি নিজেকে প্রমান করতে পারি সেটা আমার জন্য ভালো’-বলেছেন মামুনুল।

আরআই/আইএইচএস/

আরও পড়ুন