ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পিছিয়ে গেলো আইপিএলের নিলাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৪৩ এএম, ০২ ফেব্রুয়ারি ২০১৭

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইর গভর্নিং কাউন্সিলের ওপর আদালতের হস্তক্ষেপের জের পড়ছে সবচেয়ে জমজমাট ঘরোয়া ক্রিকেট আসর আইপিএলের ওপরও। গত নভেম্বরে গভর্নিং কাউন্সিল ঘোষণা দিয়েছিল, ২০১৭ সালের আইপিএলের জন্য নিলাম অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি; কিন্তু আদালতের নির্দেশে বিসিসিআইতে টালমাটাল পরিস্থিতি সৃষ্টির হওয়ায় নিলাম পিছিয়ে গেলো।

নতুন করে কবে নিলাম অনুষ্ঠিত হবে সে ঘোষণা এখনও পর্যন্ত বিসিসিআইর পক্ষ থেকে আসেনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আশা করছে, চলতি ফেব্রুয়ারির শেষ দশকেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে আইপিএলের ১০ম আসরের খেলোয়াড় নিলাম।

ফ্রাঞ্চাইজি মালিকরা আশা করছেন, ২০ থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে যে কোনো দিন খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত নভেম্বরে নেয়া গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আইপিএলের ১০ম আসর শুরু হবে এপ্রিলের ৫ তারিখ থেকে মে মাসের ২১ তারিখ পর্যন্ত সময়ে।

ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশে চলতি বছরের শুরুর দিকেই (৩ জানুয়ারি) বিসিসিআইর সভাপতি অনুরাগ ঠাকুর এবং সেক্রেটারি অজয় শিরকে বরখাস্ত হন। শুধু তাই নয়, আদালতের আদেশে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তাকেই বিসিসিআইর পদ ছাড়তে হয়েছে। এর ফলেই আইপিএলের নিলাম নিয়ে তৈরি হয়েছে এমন অনিশ্চয়তা। তবে বিসিসিআইর প্রধান নির্বাহী অফিসার রাহুল জোহরি প্রস্তুত আইপিএলের নিলাম আয়োজন করতে এবং সময়মত টুর্নামেন্টটি মাঠে গড়াতে।

সুপ্রিম কোর্ট নতুন কার্যনির্বাহী কমিটি নিয়োগ না দেয়া পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেক কাজ-কর্মই থমকে যাওয়ার অবস্থা। যদিও গত সোমবার চার সদস্যের একটি কমিটি প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দায়িত্ব গ্রহণ করেছে। তাদের কার্যসূচির শুরুতেই প্রাধান্য পাচ্ছে আইপিএল। বিসিসিআইর ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে তারা ইতিমধ্যেই বৈঠক করেছে এ নিয়ে।

বিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘কমিটি অব অ্যাডমিনিস্ট্রেশন (সিওএ) বিসিসিআই ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছে। যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে ২০১৭ আইপিএল যেন সফলভাবে আয়োজন সম্পন্ন করা যায় সে বিষয়ে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

আইএইচএস/পিআর

আরও পড়ুন